ইত্তেফাক | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক | অভয় চোপড়া |
প্রযোজক |
|
রচয়িতা | অভয় চোপড়া শ্রেয়স জৈন নিখিল মহরোত্রা |
চিত্রনাট্যকার | অভয় চোপড়া |
উৎস | যশ চোপড়া কর্তৃক ইত্তেফাক |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আবহ: ব্রায়ান ওয়েন ট্রান্সো থিম: তনিষ্ক বাগচী |
চিত্রগ্রাহক | মিচাল লুকা |
সম্পাদক | নিতিন বৈদ |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | এএ ফিল্মস যশ রাজ ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১০৫ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹৩০ কোটি[১] |
আয় | প্রা. ₹৫৬.২৬ কোটি[১][২] |
ইত্তেফাক অভয় চোপড়া পরিচালিত ২০১৭ সালের ভারতীয় হিন্দি ভাষার নব্য নোয়ার রহস্য থ্রিলার চলচ্চিত্র। এর চিত্রনাট্য রচনা করেছেন চোপড়া, শ্রেয়স জৈন ও নিখিল মহরোত্রা। গৌরী খান ও শাহরুখ খান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করেন[৩] এবং বি.আর. স্টুডিওজের ব্যানারে রেনু রবি চোপড়া ও ধর্ম প্রডাকশন্সের ব্যানারে হিরু যশ জোহর ও করণ জোহর সহযোগী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেন।[৪] এটি যশ চোপড়া পরিচালিত ১৯৬৯ সালের একই নামের চলচ্চিত্রের আধুনিক উপযোগকরণ।[৫] এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন অক্ষয় খান্না, সিদ্ধার্থ মালহোত্রা ও সোনাক্ষী সিনহা এবং এর গল্প বলার ধরনে রাশোমোন-এর প্রভাব রয়েছে।[৩]
চলচ্চিত্রটি ২০১৭ সালের ৩রা নভেম্বর মুক্তি পায়। এটি বক্স অফিসে ব্যবসাসফল হয় এবং সমালোচকদের নিকট থেকে ইতিবাচক পর্যালোচনা লাভ করে।
২০১৬ সালের এপ্রিল মাসে এই চলচ্চিত্র নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় এবং শিরোনাম নির্ধারণ করা হয় ইত্তেফাক।[৬][৭] এটি বি. আর চোপড়া প্রযোজিত ও তার ভাই যশ চোপড়া পরিচালিত ১৯৬৯ সালের একই নামের চলচ্চিত্রের আধুনিক উপযোগকরণ।[৩] রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, বি.আর. স্টুডিওজ ও ধর্ম প্রডাকশন্স চলচ্চিত্রটি প্রযোজনা করে। মূল চলচ্চিত্রের প্রযোজক বি. আর. চোপড়ার নাতী অভয় চোপড়া চলচ্চিত্রটি পরিচালনা করেন। নির্মাতারা সিদ্ধান্ত নেন তারা কোন প্ল্যাটফর্মে এই চলচ্চিত্রের কোন প্রচারণা করবেন না।[৮]
এই চলচ্চিত্রের নির্মাতারা অক্ষয় খান্না, সিদ্ধার্থ মালহোত্রা ও সোনাক্ষী সিনহাকে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচন করেন।[৩] রাজকুমার রাওকে একজন ডাক্তারের চরিত্রে অভিনয়ের জন্য বাছাই করা হলেও পরে তাকে বাদ দেওয়া হয়।
২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে চলচ্চিত্রটির মূল চিত্রগ্রহণ শুরু হয়।[৯] একটানা ৫০ দিন চলচ্চিত্রটির শুটিং হয়। সম্পূর্ণ চলচ্চিত্রটি মুম্বইয়ে ধারণ করা হয়।[৩]