ইথিওপিয়ার গৃহযুদ্ধ | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
স্নায়ুযুদ্ধের অংশ | |||||||||
![]() ১৯৯১ সালে আদ্দিস আবাবায় একটি অচল টি-৬২ ট্যাঙ্ক | |||||||||
| |||||||||
বিবাদমান পক্ষ | |||||||||
![]() ![]() ![]() ![]() |
![]() ![]() ![]() ![]() | ||||||||
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী | |||||||||
![]() ![]() ![]() ![]() ![]() |
![]() ![]() ![]() | ||||||||
শক্তি | |||||||||
![]() ![]() | |||||||||
হতাহত ও ক্ষয়ক্ষতি | |||||||||
~৪,০০,০০০–৫,৭৯,০০০ মানুষ সহিংসতায় নিহত[৫][৬][৭] ~১০,০০,০০০ মানুষ দুর্ভিক্ষের কারণে মৃত[৫][৬][৮] |
ইথিওপিয়ার গৃহযুদ্ধ ১৯৭৪ সালের ১২ সেপ্টেম্বরে সম্রাট হাইলে সেলাসির বিরুদ্ধে মার্ক্সবাদী দার্গের সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে শুরু হয় এবং ১৯৯১ সালে ইথিওপিয়ান পিপলস রেভোলিউশনারি ডেমোক্র্যাটিক ফ্রন্ট (বিদ্রোহী দলসমূহের একটি জোট) কমিউনিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করলে যুদ্ধের অবসান ঘটে[৯]। এই যুদ্ধের ফলে কমপক্ষে ১৪ লক্ষ মানুষ প্রাণ হারায়।