পূর্ণ নাম | ইনছন ইউনাইটেড ফুটবল ক্লাব | ||
---|---|---|---|
প্রতিষ্ঠিত | ২০০৩ | ||
মাঠ | ইনছন ফুটবল স্টেডিয়াম | ||
ধারণক্ষমতা | ২০,৮৯১[১] | ||
সভাপতি | ইনছনের মেয়র | ||
ম্যানেজার | জো সুং-হুয়ান | ||
লিগ | কে লিগ ১ | ||
২০২২ | ৪র্থ | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
ইনছন ইউনাইটেড ফুটবল ক্লাব (কোরীয়: 인천 유나이티드 프로축구단, ইংরেজি: Incheon United FC; সাধারণত ইনছন ইউনাইটেড এফসি এবং সংক্ষেপে ইনছন ইউনাইটেড নামে পরিচিত) হচ্ছে ইনছন ভিত্তিক একটি দক্ষিণ কোরীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে দক্ষিণ কোরিয়ার শীর্ষ স্তরের ফুটবল লিগ কে লিগ ১-এ প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ২০,৮৯১ ধারণক্ষমতাবিশিষ্ট ইনছন ফুটবল স্টেডিয়ামে ক্লাবটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[২] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন দক্ষিণ কোরীয় সাবেক ফুটবল খেলোয়াড় জো সুং-হুয়ান এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ইনছনের মেয়র।[৩] বর্তমানে দক্ষিণ কোরীয় রক্ষণভাগের খেলোয়াড় ওহ বান-সুক এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪]
কিম দো-হিয়ক, লি ইয়ুন-পিয়ো, লিম জুং-ইয়ং, স্তেফান মুগোসা এবং ইউ বিয়ং-সুর মতো খেলোয়াড়গণ ইনছন ইউনাইটেডের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
২০০৪ মৌসুমে ইনছন ইউনাইটেড প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার পেশাদার ফুটবলের শীর্ষ স্তর কে লিগ ১-এ অংশগ্রহণ করতে সক্ষম হয়েছিল। ২০০৪ সালের সালের ৩রা এপ্রিল তারিখে, কে লিগ ১-এ ক্লাব ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচে ভেয়ার্নার লোরান্টের অধীনে ইনছন ইউনাইটেড জেওনবুক হুন্দাই মোটরসের সাথে ০–০ গোলে ড্র করেছিল।[৫] ২০০৪ কে লিগ-এ ইনছন ইউনাইটেড ২টি জয় এবং ৩টি ড্রয়ে সর্বমোট ৯ পয়েন্ট অর্জন করে সামগ্রিক পয়েন্ট তালিকায় ১৩তম স্থান অর্জন করেছিল।[৬][৭]