ইনয়ো কাউন্টি, ক্যালিফোর্নিয়া

ইনয়ো কাউন্টি হল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের পূর্ব কেন্দ্রীয় অংশের একটি কাউন্টি, যা সিয়েরা নেভাদানেভাদা রাজ্যের মধ্যে অবস্থিত। জনসংখ্যা ২০২০ সালের আদমশুমারিতে ১৯,০১৬ জন ছিল।[] কাউন্টির আসনটি হল ইন্ডিপেন্ডেন্স[] ইনয়ো কাউন্টি সিয়েরা নেভাদার পূর্ব দিকে এবং সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের দক্ষিণ-পূর্বে অবস্থিত। এটিতে ওয়েন্স নদী উপত্যকা রয়েছে; এটি পশ্চিমে সিয়েরা নেভাদা এবং পূর্বে হোয়াইট মাউন্টেনইনয়ো পর্বত দ্বারা সংলগ্ন। ১০,১৯২ বর্গ মাইল (২৬,৩৯৭ বর্গ কিমি) ক্ষেত্রফলের সঙ্গে সান বার্নার্ডিনো কাউন্টির পরে ইনয়ো কাউন্টি হল ক্যালিফোর্নিয়ার দ্বিতীয় বৃহত্তম কাউন্টি। কাউন্টি এলাকার প্রায় অর্ধেকই ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের অন্তর্ভুক্ত। যাইহোক, প্রতি বর্গমাইল জনসংখ্যার ঘনত্ব ১.৮ জন, কাউন্টিটিতে ক্যালিফোর্নিয়ায় আলপাইন কাউন্টির পরে দ্বিতীয়-নিম্ন জনসংখ্যার ঘনত্বও রয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Inyo County, California"United States Census Bureau। সংগ্রহের তারিখ জানুয়ারি ৩০, ২০২২ 
  2. "Find a County"। National Association of Counties। মে ৩১, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৬-০৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]