প্রাথমিক সংস্করণ | ২ নভেম্বর ২০০৩ |
---|---|
রিপজিটরি | |
যে ভাষায় লিখিত | জিটিকেএমএম সহ সি++, পাইথন (এক্সটেনশন) |
অপারেটিং সিস্টেম | ফ্রিবিএসডি লিনাক্স ম্যাকওএস উইন্ডোজ |
প্ল্যাটফর্ম | আইএ-৩২ ও এক্স৬৪ |
আকার | ৮.১.৬ মেগাবাইট |
উপলব্ধ | ৯০টি ভাষায়[১] |
ধরন | ভেক্টর গ্রাফিক্স সম্পাদক |
লাইসেন্স | গ্নু জেনারেল পাবলিক লাইসেন্স, সংস্করণ ৩ বা পরের[২] |
ওয়েবসাইট | inkscape |
ইন্কস্কেপ বা ইঙ্কস্কেপ বা ইনকস্কেপ হল ভেক্টর গ্রাফিক্স সম্পাদনার জন্য জনপ্রিয় একটি মুক্ত ও উন্মুক্ত উৎসের সফটওয়্যার। এর দ্বারা ভেক্টর গ্রাফিক্স যেমন চিত্রাবলী, ডায়াগ্রাম, রেখাচিত্র, চার্ট, লোগোসহ জটিল অঙ্কনের কাজ তৈরি বা সম্পাদনা করা যায়। ইন্কস্কেপের প্রাথমিক ভেক্টর গ্রাফিক্স বিন্যাস হল স্কেলেবেল ভেক্টর গ্রাফিক্স এসভিজি সংস্করণ ১.১।[৩] ইন্কস্কেপ দিয়ে বিভিন্ন বিন্যাসে আমদানি-রপ্তানি করা যেতে পারে, যদিও এর সম্পাদনার কর্মপ্রবাহ অবশ্যই এসভিজি ফরম্যাটে করতে হবে।[৪]