![]() | |
মূল উদ্ভাবক | থমাস রিয়ারডন |
---|---|
উন্নয়নকারী | মাইক্রোসফট |
প্রাথমিক সংস্করণ | ১৬ আগস্ট ১৯৯৫ |
ইঞ্জিন | এমএসএইচটিএমএল (ত্রিশূল), চাক্রা |
অপারেটিং সিস্টেম | উইন্ডোজ (পূর্বে সমর্থিত: ম্যাক ওএস এক্স, সোলারিজ, এইচপি-ইউএক্স) |
প্ল্যাটফর্ম | আইএ-৩২, এক্স৮৬-৬৪, আরমভি৭, আইএ-৬৪ (পূর্বে সমর্থিত: মীপস, আলফা, পাওয়ারপিসি, ৬৮কে, স্পার্ক, পিএ-আরআইএসসি) |
সাথে উপলব্ধ |
|
উত্তরসূরী | মাইক্রোসফট এজ |
স্ট্যান্ডার্ড (সমূহ) | HTML5, CSS3, WOFF, SVG, RSS, Atom, JPEG XR |
উপলব্ধ | ৯৫টি ভাষায়[১] |
ধরন | |
লাইসেন্স | মালিকানা, একটি উইন্ডোজ লাইসেন্স প্রয়োজন[২] |
ওয়েবসাইট | microsoft |
ইন্টারনেট এক্সপ্লোরার মাইক্রোসফট কর্পোরেশনের উদ্ভাবিত এবং এক সময়ের সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজার। ১৫ জুন ২০২২ সালে মাইক্রোসফট, ইন্টারনেট এক্সপ্লোরার প্রকল্পের বন্ধ ঘোষণা করে।
প্রথমে যখন আই-ই (ইন্টারনেট এক্সপ্লোরার) বাজারে ছাড়া হয় তখন এটিকে কিনতে হত। কিন্তু মাইক্রোসফট কর্পোরেশন ব্রাউজার বাজারে নিজের আধিপত্য বিস্তারের লক্ষ্যে নতুন মার্কেটিং স্ট্রাটেজি ঠিক করে। যার পরিপ্রেক্ষিতে আই-ই কে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে ফ্রি জুড়ে দেয়া হয়। আর এর পর থেকেই শুরু হয় আই-ই এর উত্থান। আই-ই ৬ বাজারে আধিপত্য বিস্তার করে রেখেছিল বহু বছর ধরে। কিন্তু মোজিলা ফায়ারফক্স বাজারে আসার পর এর একক আধিপত্যে চির ধরে। মোজিলা ফায়ারফক্স ওপেন সোর্স বিধায় এর ডেভেলপমেন্ট খুব দ্রুত হয়। ট্যাব-ব্রাউজিং এবং বাড়তি নিরাপত্তা আই-ই কে বাধ্য করে নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে। আর এই লক্ষ্যে মাইক্রোসফট উদ্ভাবন করে তাদের ব্রাউজারের নতুন ভার্সন ইন্টারনেট এক্সপ্লোরার ৭।
ইন্টারনেট এক্সপ্লোরার ৭ বিশেষ ফিচার-সমুহঃ
দুর্বলতাঃ
এটা সত্যি যে, আই-ই ৭ ফায়ারফক্স এর আগ্রাসন বন্ধ করার জন্যই মাইক্রোসফট এর পক্ষ থেকে পালটা জবাব, কিন্তু অনেকেরই ধারণা ফায়াফক্স এর গ্রোথ রেট এর কাছে আই-ই ৭ শেষ পর্যন্ত টিকতে পারবে না।