ভূগোল | |
---|---|
অবস্থান | বঙ্গোপসাগর |
স্থানাঙ্ক | ১২°৫৩′ উত্তর ৯২°৪২′ পূর্ব / ১২.৮৮° উত্তর ৯২.৭০° পূর্ব |
দ্বীপপুঞ্জ | আন্দামান দ্বীপপুঞ্জ |
সংলগ্ন জলাশয় | ভারত মহাসাগর |
আয়তন | ১০১ বর্গকিলোমিটার (৩৯ বর্গমাইল)[১] |
দৈর্ঘ্য | ২৩ কিমি (১৪.৩ মাইল) |
প্রস্থ | ৬.৯ কিমি (৪.২৯ মাইল) |
তটরেখা | ৬৬.০ কিমি (৪১.০১ মাইল) |
সর্বোচ্চ উচ্চতা | ১১৩ মিটার (৩৭১ ফুট)[২] |
প্রশাসন | |
জেলা | উত্তর ও মধ্য আন্দামান |
দ্বীপপুঞ্জ | আন্দামান দ্বীপপুঞ্জ |
দ্বীপ উপ-মণ্ডলী | ইন্টারভিউ মণ্ডলী |
তালুক | মায়াবন্দর তালুক |
বৃহত্তর বসতি | ইন্টারভিউ গ্রাম |
জনপরিসংখ্যান | |
জনসংখ্যা | ১৬ (২০১১) |
জনঘনত্ব | ০.১৫৮ /বর্গ কিমি (০.৪০৯ /বর্গ মাইল) |
জাতিগত গোষ্ঠীসমূহ | হিন্দু, আন্দামানী |
অতিরিক্ত তথ্য | |
সময় অঞ্চল | |
পিন | ৭৪৪২০২[৩] |
টেলিফোন কোড | ০৩১৯২৭ [৪] |
আইএসও কোড | ইন-এএন-০০[৫] |
অফিসিয়াল ওয়েবসাইট | www |
স্বাক্ষরতা | ৮৪.৪% |
গ্রীষ্মের গড় তাপমাত্রা | ৩০.২ °সে (৮৬.৪ °ফা) |
শীতের গড় তাপমাত্রা | ২৩.০ °সে (৭৩.৪ °ফা) |
যৌন অনুপাত | ১.২♂/♀ |
আদমশুমারি কোড | ৩৫.৬৩৯.০০০৪ |
সরকারি ভাষা সমূহ | হিন্দি, ইংরেজি |
ইন্টারভিউ দ্বীপ হল আন্দামান দ্বীপপুঞ্জের একটি দ্বীপ। এটি উত্তর ও মধ্য আন্দামান প্রশাসনিক জেলার অন্তর্গত। এটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অংশ।[৬] দ্বীপটি পোর্ট ব্লেয়ারের ১২৫ কিমি (৭৮ মা) উত্তরে অবস্থিত।
দ্বীপের বাতিঘরটি ২০০৪ সালের ভারত মহাসাগরের ভূমিকম্প দ্বারা সৃষ্ট সুনামিতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর বেশিরভাগ অংশ জলে ডুবে গিয়েছিল। সেই সময় বলা হয়েছিল বাতিঘরটি "পুরোপুরি ধ্বংস" হয়ে গেছে,[৭] তবে পরে এটি সারানো হয়েছিল।[৮][৯][১০] ২০১৫ সাল অবধি, স্থায়ী বাসিন্দাদের সাথে সাথে, বাতিঘরটির নিকটে পশ্চিম উপকূলে, পাখিদের নিরীক্ষণের জন্য একটি বন্যজীবন কেন্দ্রও ছিল। সেই কেন্দ্রে একটি নিয়মিত বাতিঘর রক্ষক ছিল (পুলিশ থেকে)। ২০১৫ সালের শেষে বাজেটে সংস্থান না থাকায় এটি বন্ধ করে দেওয়া হয়েছিল।[১১]
দ্বীপটি ইন্টারভিউ মণ্ডলীর অন্তর্গত এবং অস্টেন প্রণালীর পশ্চিমে অবস্থিত। এই প্রণালীটি উত্তর আন্দামান দ্বীপ এবং মধ্য আন্দামান দ্বীপকে পৃথক করে রেখেছে। এটি ১০১ কিমি২ জায়গা নিয়ে রয়েছে। দ্বীপটি উত্তর দিকে নিচু, কিন্তু ধীরে ধীরে ১১৩ মি পর্যন্ত উঁচু হয়েছে। দ্বীপের সর্বোচ্চ অংশটি একটি কাষ্ঠময় মালভূমি। দ্বীপের দক্ষিণ প্রান্তে একটি পাহাড়ের কাছে ৭ মিটার উঁচু একটি পাথুরে চূড়া আছে। ফাউল গ্রাউন্ডটি (এমন একটি অঞ্চল যার উপর দিয়ে চলাচল করা নিরাপদ তবে এটি নোঙ্গর করার জন্য সঠিক নয়, যেমন সমুদ্রের তলায় কোন জাহাজের ধ্বংসাবশেষ) দ্বীপ থেকে প্রায় ২ মাইল উত্তর উত্তর-পূর্ব পর্যন্ত বিস্তৃত।[১২]
দ্বীপে প্রায় ৮০-৯০টি বুনো হাতি রয়েছে যাদের জঙ্গলের কাজের জন্য আনা হয়েছিল এবং তারা এখনও এই দ্বীপে রয়ে গেছে।
রাজনৈতিকভাবে, প্রতিবেশী ইন্টারভিউ মণ্ডলী দ্বীপপুঞ্জের সাথে ইন্টারভিউ দ্বীপটি মায়াবন্দর তালুকের অন্তর্গত।[১৩]
চাহিদা অনুসারে কেউ মায়াবন্দর থেকে অস্টেন প্রণালী ডিঙ্গি নৌকার মাধ্যমে যাতায়াত করা যায়। (তিন ঘণ্টা সময় লাগে)।
দ্বীপের পূর্ব অংশে ১টি মাত্র গ্রাম রয়েছে।[১৪] ২০১১ সালে ভারতের আদমশুমারি অনুসারে, দ্বীপটিতে ১টি পরিবার রয়েছে। কার্যকর সাক্ষরতার হার (অর্থাৎ ৬ বছর বা তার কম বয়সী শিশুদের বাদ দিয়ে) ১০০%।[১৫]
মোট | পুরুষ | নারী | |
---|---|---|---|
জনসংখ্যা | ১৬ | ১৫ | ১ |
৬ বছরের কম বয়সী শিশু | ০ | ০ | ০ |
এই দ্বীপটি ১৯৯৭ সালে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছিল, এটি পুরোপুরি পরিত্যক্ত। চোরা শিকারীদের আটকানোর জন্য এখানে কয়েকজন ফরেস্ট ওয়ার্ডেন, পুলিশ এবং কোস্টগার্ড নিযুক্ত করা হয়েছে।[১৬]