ইন্ডিয়া'স মোস্ট ওয়ান্টেড | |
---|---|
![]() | |
পরিচালক | রাজ কুমার গুপ্তা |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | অমিত ত্রিবেদী |
চিত্রগ্রাহক | দুদলি |
সম্পাদক | বন্ধাদিত্য ব্যানার্জী |
মুক্তি | ২৪ মে ২০১৯[১] |
স্থিতিকাল | ২ ঘণ্টা ৩ মিনিট[২] |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ৩৭ কোটি রুপি[৩] |
ইন্ডিয়া'স মোস্ট ওয়ান্টেড ভারতীয় চলচ্চিত্র, যাতে অভিনয় করেছেন অর্জুন কাপুর, সুদেব নায়ার, রাজেশ শর্মা, প্রশান্ত আলেকজান্ডার, শান্তিলাল মুখার্জিসহ আরো অনেকে। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে ফক্স স্টার স্টুডিওজ ও রাপচিক ফিল্মস। চলচ্চিত্রটির গল্প ইয়াসিন ভাটকাল নামের এক সন্ত্রাসীর গ্রেফতার অভিযানকে ঘিরে, ২০১৩ সালের আগস্ট মাসে সম্পন্ন সে অভিযানে কোন বুলেট খরচ ব্যতিরেকে 'ভারতের ওসামা বিন লাদেন' বলে পরিচিত ইয়াসিন ভাটকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছিল।[৪][৫][৬]
চলচ্চিত্রটির চিত্রগ্রহণ ২০১৮ সালের মে মাসে শুরু হয়। চলচ্চিত্রটির কিছু অংশ নেপালে চিত্রায়িত হয়েছে।
চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১৮ সালের ২৪ মে তে।