ইন্ডিয়া টাওয়ার | |
---|---|
সাধারণ তথ্যাবলী | |
অবস্থা | ধারণকৃত |
ধরন | হোটেল, আবাসিক, খুচরা |
অবস্থান | চারনি রোড, মুম্বাই |
নির্মাণ শুরু | ২০১০ |
প্রাক্কলিত সমাপন | ২০১৬ |
Height | |
ছাদ পর্যন্ত | ৭০০ মি (২,৩০০ ফু) |
কারিগরী বিবরণ | |
তলার সংখ্যা | ১২৬ |
নকশা ও নির্মাণ | |
স্থপতি | ফস্টার এন্ড পার্টনার |
নির্মাতা | ডাইনামিক্স বালওয়াস (ডিবি) রিয়েলটর্স[১][২] |
তথ্যসূত্র | |
[৩] |
ইন্ডিয়া টাওয়ার (পূর্বে পার্ক হায়াত টাওয়ার হিসাবে পরিচিত; এছাড়াও ডায়নামিক্স বলয়াস টাওয়ার অথবা ডিবি টাওয়ার হিসাবে পরিচিত) হল ২০১০ সালে মুম্বাই, ভারত, শহরের মধ্যে নির্মাণ কাজ শুরু করা একটি ১২৬তম তলা বিশিষ্ট ৭১৮ মিটার (২,৩৫৬ ফুট) উচ্চতার আকাশচুম্বী ভবন। নির্মাণ কাজ ২০১১ সালে থেকে শুরু করা হয়।[৩]
ডাইনামিক্স বালওয়াস (ডিবি) রিয়েলটর্স গ্রুপটি প্রথমে ২০০৮ সালে পার্ক হায়ট টাওয়ারের নামে প্রকল্পটির প্রস্তাব দেয়।