ইফতিখার-উল-হাসান কান্ধলভি[১] | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ১০ জানুয়ারি ১৯২২ |
মৃত্যু | ২ জুন ২০১৯ | (বয়স ৯৭)
সমাধিস্থল | ইদগাহ কান্ধলা, শামলী জেলা, উত্তর প্রদেশ, ভারত |
ধর্ম | ইসলাম |
জাতীয়তা | ভারতীয় |
আখ্যা | সুন্নী |
ব্যবহারশাস্ত্র | হানাফি |
আন্দোলন | দেওবন্দি, তাবলীগ জামাত |
প্রধান আগ্রহ | দাওয়াত |
যেখানের শিক্ষার্থী | মাজাহির উলুম, সাহারানপুর |
কাজ | ইসলাম প্রচারক |
ইফতিখার-উল-আসান ইবনে রউফ-উল-আসান কান্ধলাভি (১০ জানুয়ারী ১৯২২ – ২ জুন ২০১৯) ছিলেন একজন ভারতীয় ইসলামী পণ্ডিত এবং ইসলাম প্রচারক।[২] ১৯৪৪ সালে তিনি কান্ধলার ঈদগাহের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।[৩][৪] তিনি চল্লিশটিরও অধিক বই লিখেছেন।[৫]
ইফতিখার-উল-হাসান কান্ধলভি উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে:[৬]
ইফতিখার-উল-হাসান কান্ধলভি ২ জুন ২০১৯ খৃস্টাব্দ (২৭ রমজান ১৪৪০) ৯৭ বছর বয়সে কান্ধলায় মৃত্যু বরন করেন।[৭] এই ধর্ম প্রচারকের মৃত্যুর শোকে শহরের সমস্ত মার্কেট বন্ধ ছিল। সংবাদমাধ্যম প্রকাশিত খবরে বলা হয়েছে, শামলী ও পার্শ্ববর্তী জেলা থেকে কয়েক লক্ষ মানুষ এই জানাজায় অংশ নিয়েছেন। মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মের লোকেরাও এই জানাযায় যোগ দিয়েছিলেন। [৮] স্থানীয় পুলিশ প্রধান এবং রাজনীতিবিদরাও এই জানাজায় অংশ নিয়েছিলেন। ট্র্যাফিক পরিচালনার জন্য বিশেষ ব্যবস্থা এবং জানাযার জামায়াতে বিশাল জনসমাগম স্থানীয় প্রশাসন করেছিল। [৯]