ইফতেখার

ইফতেখার আহমেদ
জন্ম
সাঈদানা ইফতেখার আহমেদ শরীফ

(১৯২০-০২-২২)২২ ফেব্রুয়ারি ১৯২০
মৃত্যু৪ মার্চ ১৯৯৫(1995-03-04) (বয়স ৭৫)
অন্যান্য নামইফতেখার
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৩৮–১৯৯২

সাঈদানা ইফতেখার আহমেদ শরীফ, তবে প্রায়শই তাকে ইফতেখার নামে ডাকা হয়, (২২ ফেব্রুয়ারি ১৯২০ - ৪ মার্চ ১৯৯৫),[] ছিলেন একজন ভারতীয় অভিনেতা যিনি প্রধানত হিন্দি চলচ্চিত্রে কাজ করতেন। তিনি বিশেষ করে একজন পুলিশ কর্মকর্তা চরিত্রে অভিনয়রে সুবাদে সুপরিচিত ছিলেন।[]

চলচ্চিত্রের তালিকা (অসম্পূর্ণ)

[সম্পাদনা]
  • কালা কোট (১৯৯৩) - প্রফেসর খুরানা
  • বেকুদি (১৯৯২) (ইফতেখার খান)
  • খুলে-আম (১৯৯২) (ইফতেখার ) - কর্নেল প্রতাপ সিং রানা
  • সিটি অব জয় (১৯৯২) - হাসারির পিতা
  • মহা সংগ্রাম (১৯৯০)
  • জান-ই-ওয়াফা (১৯৯০)
  • শিবা (১৯৮৯) - অধ্যক্ষ
  • নকচুর্ন ইন্ডিয়ান (১৯৮৯) - অধ্যাপক
  • না-ইনসাফি (১৯৮৯) - খান্না (রবির বাবা)
  • ফরপ কি জাং (১৯৮৯) - মি. ওয়ালিয়া
  • আকাঙ্ক্ষা (১৯৮৯) নিয়োগকর্তা

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

ইফতেখার কলকাতার একজন ইহুদি মহিলা হান্নাহ জোসেফকে বিয়ে করেছিলেন, যিনি ইসলাম ধর্মে ধমান্তরিত হয়ে আসার পর নাম পরিবর্তন করে রেহানা আহমেদ রাখেন এবং ২০১৩ সালের ২৭ মে তারিখে মৃত্যুবরণ করেন। এই দম্পতি মৃত্যুকালে ২জন মেয়ে সন্তান রেখে যান।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1991–1996 – Frame To Frame ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ মার্চ ২০১৩ তারিখে www.downmelodylane.com.
  2. "Meet the people who live and breathe Bollywood"হিন্দুস্তান টাইমস 

বহিঃসংযোগ

[সম্পাদনা]