ইফাদ ফিল্ম ক্লাব পুরস্কার | |
---|---|
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | বাংলাদেশ ফিল্ম ক্লাব ও ইফাদ গ্রুপ |
প্রথম পুরস্কৃত | ২০১২ |
ইফাদ ফিল্ম ক্লাব পুরস্কার প্রদান করা হয় বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে অসাধারণ অবদান রাখার জন্য। বাংলাদেশ ফিল্ম ক্লাব কর্তৃক প্রদান করা হয় পুরস্কারটি। পুরস্করটির স্পনসর ইফাদ গ্রুপ এবং মিডিয়া পার্টনার এনটিভি।[১]
ইফাদ ফিল্ম ক্লাব অ্যাওয়ার্ড ২০১২ প্রথম এবং শেষবারের মত প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানটি ৭ জুলাই ২০১৩ তারিখে ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।[২][৩]
বিভাগ | বিজয়ী | চলচ্চিত্র |
---|---|---|
সেরা চলচ্চিত্র | সে আমার মন কেড়েছে | |
সেরা পরিচালক | এফআই মানিক | স্বামী ভাগ্য |
সেরা অভিনেতা | শাকিব খান | |
সেরা অভিনেত্রী | অপু বিশ্বাস | |
শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেতা | আলী রাজ | |
শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেত্রী | উপমা | পিতা |
সেরা খলনায়ক | মিজু আহমেদ | |
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | আলাউদ্দিন আলী | |
সেরা গীতিকার | মো. রফিকজ্জামান | |
সেরা প্লেব্যাক গায়ক | অ্যান্ড্রু কিশোর | |
সেরা প্লেব্যাক গায়িকা | কনকচাঁপা | |
আজীবন সম্মাননা | রাজ্জাক, শবনম | |
বিশেষ পুরস্কার | নায়ক ফারুক, আহমেদ জামান চৌধুরী[৪][৫] |