ইবনে আশির

আবদুল ওয়াহিদ ইবনে আশির
উপাধিইবনে আশির
ব্যক্তিগত তথ্য
জন্ম১৫৮২ খ্রিঃ (৯৯০ হিঃ)
মৃত্যু১৬৩১ খ্রিঃ (১০৪০ হিঃ)
ধর্মইসলাম
যুগসাদি সালতানাত
ব্যবহারশাস্ত্রসুন্নি মালিকি
প্রধান আগ্রহফিকহ
উল্লেখযোগ্য কাজআল মুরশিদুল মুঈন

ইবনে আশির (১৫৮২- ১৬৩১ খ্রিঃ) (৯৯০ - ১০৪২ হিঃ) ইমাম ইবনে আশির নামে পরিচিত বা ইবনে আশির মরক্কোর ফেজ-এর মালিকি মাজহাব-এর বিশিষ্ট ফিকাহবিদ ছিলেন[] তার মুর্শিদ আল-মু’ইন ইসলামি বিশ্বের মালিকি গ্রন্থগুলির মধ্যে সর্বাধিক পরিচিত। এটি এখনও পুরো আফ্রিকা জুড়ে মাদ্রাসা এবং কুরআনিক স্কুলগুলিতে ব্যাপকভাবে পাঠ এবং মুখস্থ করা হয়।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]