ইবনে কুদামাহ | |
---|---|
উপাধি | শাইখুল ইসলাম |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ৫৪১ হিজরি/জানু.-ফেব্রু. ১১৪৭ জাম্মা'ইল,নাবুলুস, ফিলিস্তিন |
মৃত্যু | ১লা শাওয়াল, ৬২০ হিজরী/৭ই জুলাই ১২২৩ খ্রিষ্টাব্দ (৭৯ বয়স) |
ধর্ম | ইসলাম |
অঞ্চল | সিরিয়ান আলেম |
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হাম্বলি[১] |
ধর্মীয় মতবিশ্বাস | আছারি[২] |
প্রধান আগ্রহ | ফিকহ |
উল্লেখযোগ্য কাজ | আল-উমদা আল-মুকনিʿ আল-কাফি আল-মুগনি লুম‘আতুল ইতিক্বাদ রওদাতুন নাজির ইসবাত সিফাতুল উলু |
কাজ | আলিম, মুহাদ্দিস, ফকিহ |
ঊর্ধ্বতন পদ | |
যাদের প্রভাবিত করেন |
ইবনে কুদামাহ আল-মাকদীসী মুয়াফফাক আল দ্বীন আবু মুহাম্মদ-আবদুল্লাহ বিন আহমদ বিন মুহাম্মদ (আরবি: ابن قدامة, ইবনে কুদামাহ; ১১৭৪ -জুলাই ১২২৩) যাকে প্রায়শই ইবনে কুদামাহ বা সংক্ষেপে ইবনে কুদামা নামে অভিহিত করা হয়, ছিলেন একজন সুন্নি আলেম, ফকিহ, আসারি এবং সুফি আলেম। [৪] হানবালি মাযহাবের গুরুত্বপূর্ণ রচনাসহ ফিকহ ও ধর্মীয় মতবাদের উপর অনেকগুলি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন তিনি। [৫] ইবনে কুদামাহ মূল হানবালি মাযহাবের মধ্যে থেকেও অত্যন্ত উল্লেখযোগ্য এবং প্রভাবশালী সুফি চিন্তাবিদ হিসেবে পরিচিত ছিলেন। এই মাযহাবের মধ্যে মাত্র কয়েকজন চিন্তাবিদদের সাথে “শাইখুল ইসলাম” নামক সম্মানজনক উপাধিতে ভূষিত হন তিনি, যা সুন্নিদের সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি উপাধি।
ইবনে কুদামাহ জন্মগ্রহণ করেছিলেন ফিলিস্তিনের জাম্মাইলে, যা জেরুজালেমের নিকটবর্তী একটি শহর।
ইবনে কুদামাহ আল-মাকদিসি সুন্নি ধর্মতত্ত্বের আসারি শাখার অন্যতম প্রধান সমর্থক ছিলেন।[৬]
ইবনে কুদামাহ বিদআতের চরম বিরোধী ছিলেন।[৭]
<references>
-এ সংজ্ঞায়িত "Makdisi - Ibn Ḳudāma al-Maḳdīsī" নামসহ <ref>
ট্যাগ পূর্ববর্তী লেখায় ব্যবহৃত হয়নি।