ইবনে দাকিক আল-‘ইদ

ইমাম
ইবনে দাকিক আল-‘ইদ
জন্ম১২২৮ খ্রিঃ
জাতিভুক্তআরব
যুগমধ্য যুগ
পেশাইসলামী ধর্মতত্ত্ববিদ, আইনবিদবিচারপতি
মূল আগ্রহহাদিস

ইবনে দাকিক আল-‘ইদ (১২২৮-১৩০২ খ্রিঃ) ইসলামের মহান ধর্মতত্ত্ববিদ এবং মৌলিক ইসলামী আইন ও আকিদার অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত হিসেবে বিবেচিত হয়ে থাকেন। তিনি শাফেঈ ফিকাহ-এর কর্ণধারদের মধ্যে অন্যতম ছিলেন। তাঁর পিতার নাম মাজুদ্দিন আলি। ইবনে দাকিক আল-‘ইদ যদিও ইবনে আব্দুল সালামের অধীনে শাফেঈ আইনশাস্ত্র শিক্ষালাভ করেন,কিন্তু তিনি মালিকি ফিকাহ-তেও দক্ষ ছিলেন। তিনি মিশরে শাফেঈ আইনের প্রধান কাজি হিসেবে দায়িত্ব পালন করেন। ইবনে দাকিক আল-‘ইদ ইমাম আয-যাহাবী এবং পরবর্তী প্রজন্মের অনেক নেতৃস্থানীয় উলামাকে হাদিসশাস্ত্র শিক্ষা দান করেন। []

ইবনে দাকিক তাঁর জীবদ্দশায় অনেকগুলো গ্রন্থ রচনা করেন, এর মধ্যে ইমাম নববীর ‘চল্লিশ হাদীস’-এর উপর তার লিখা ভাষ্যটি সবচেয়ে জনপ্রিয় হয়েছে। তার ভাষ্যটি এত জনপ্রিয় হয়ে উঠেছে যে এটা কার্যত অসম্ভব, কোনো গবেষক ইয়াহিয়া আল- নববীর চল্লিশ হাদীস সম্পর্কে কোনও বই লিখবে ইবনে দাকিকের উদ্ধৃতিকে বাদ দিয়ে। ১৩০২ খ্রিষ্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Ibn 'Arabi in the Later Islamic Tradition: The Making of a Polemical Image in Medieval Islam by Alexander D. Knysh
  2. Ibn-Daqiq's Commentary on the Nawawi Forty Hadiths by Arabic Virtual Translation Center