ইবনে হাজার আসক্বালানী

শাইখুল ইসলাম, ইমাম
হাফেজ
ইবনে হাজার আসক্বালানী
জন্মআহমদ বিন আলী বিন মুহাম্মদ
ফেব্রুয়ারি ১৮, ১৩৭২ খ্রিষ্টাব্দ /শাবান ১০, ৭৭৩ হিজরী
কায়রো, মিশর
মৃত্যুজিলহজ্জ ৮, ৮৫২ হিজরী[]
যুগহিজরি ৮ম শতাব্দী
অঞ্চলইসলাম (সুন্নী)
পেশাহাদীস বিশারদ
মাজহাবশাফি
শাখাআশআরি
মূল আগ্রহহাদীস
লক্ষণীয় কাজফতহুল বারী, আল-ইসাবাহ্‌
পুরষ্কারشيخ الإسلام ، حافظ الحديث

আহমদ বিন আলী বিন মুহাম্মদ, ইবনে হাজার আসক্বালানী (আরবি: ابن حجر العسقلاني)(১৮ ফেব্রুয়ারি ১৩৭২ – ২ ফেব্রুয়ারি ১৪৪৯ [৮৫২ হিজরি][]) নামে পরিচিত ও প্রসিদ্ধ, একজন বিখ্যাত হাদীস বিশারদ, শাফেয়ী মাযহাবের ফকীহ এবং মুসলিম ব্যক্তিত্ব। তার রচিত ফতহুল বারী বুখারী শরীফের প্রসিদ্ধতম ব্যাখ্যাগ্রন্থগুলোর অন্যতম।[]

নাম ও বংশ

[সম্পাদনা]

তার আসল নাম হলো শাহাবুদ্দিন আবুল ফাদ্বল আহমদ বিন আলী বিন মুহাম্মদ বীন মুহাম্মাদ বীন আলী বীন মাহমুদ বীন আহমাদ বীন আহমাদ আল কিনানী আল আসক্বালানী আল মিসরী আশ শাফিয়ী। আবুল ফজল হলো তার উপনাম। শিহাবুদ্দীন হলো তার উপাধি। এছাড়া তিনি হাফেজ উপাধিতেও ভূষিত হয়েছেন।[] তার পরিবার মূলত তিউনিসিয়ার অন্তর্গত কাবেস এলাকার অধিবাসী ছিল। পরবর্তীতে তারা ফিলিস্তিনের অন্তর্গত আসক্বালান নামক এলাকায় বসতি গড়ে। তার পরিবার আসক্বালানের অধিবাসী ছিল বলে তাকে আসক্বালানী (আসক্বালান সংশ্লিষ্ট)বলা হয়, যদিও তার জন্ম মিশরে।[]

জন্ম ও শৈশব

[সম্পাদনা]

তিনি ১৩৭২ খ্রিষ্টাব্দে মিশরের কায়রোতে জন্মগ্রহণ করেন। তার বাবা নুরুদ্দিন আলী ছিলেন একজন কবি এবং শাফেয়ী মাযহাবের ফকীহ। শৈশবেই পিতা-মাতা উভয়কেই হারান। তার এক মামা তার কুরআন শিক্ষার ব্যবস্থা করেন। তিনি প্রখর মেধার অধিকারী ছিলেন। শৈশবেই তিনি পুরো কুরআন শরীফ এবং আরো বেশকিছু গ্রন্থ মুখস্থ করে ফেলেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

১৩৯৭ খ্রীষ্টাব্দে ২৫ বছর বয়সে তিনি বিখ্যাত হাদীস বিশারদ উনস খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন৷ উনস খাতুন হাফিয আল ইরাকি (রহঃ) এঁর থেকে ইজাযাত পেয়েছিলেন এবং ইমাম আস সাখাভী (রহঃ) সহ অন্যান্য ইমামদের সামনে হাদীসের দারস দিতেন।

রচনাবলী

[সম্পাদনা]

তার রচিত গ্রন্থাবলীর সংখ্যা দেড় শতাধিক। নিচে তার রচিত গ্রন্থাবলীর একটি তালিকা দেয়া হলো:

  • ফাতহুল বারি
  • তাগলীক আল-তা'লীক
  • তাবাকাতুল মুদাল্লিসিন
  • নুখবাতুল ফিকার ফী মুসতালাহি আহলিল-আসার
  • নুযহাতুন নাযার ফী শারহি নুখবাতুল ফিকার
  • তাহযিবুত তাহযিব
  • আল-তালখীস আল-হাবীর
  • তা'জীল আল-মানফাআ'ত
  • আল-উ'জাব ফী বায়ানি আল-আসবাব
  • তাবসীর আল-মুতানাব্বিহ বিতাহরীরি আল-মুশতাবিহ
  • আল-আমালী আল-মুতলাক্বাহ
  • আল-ইমতা' বি আল-আরবাঈ'না আল-মুতাবায়িনাতি আল-সামা'
  • আল-আমালী আল-হালবিয়্যাহ্‌
  • নুযহাত আল-আলবাব ফী আল-আলক্বাব
  • আল-ঈছার বি মা'রিফাতি রুওয়াতি আল-আছার
  • আল-দিরায়াহ্ ফী তাখরীজি আহাদীছি আল-হিদায়াহ্
  • লিসানুল মিজান
  • আল-ইসাবাহ্ ফী তামায়ীযি আল-সাহাবাহ
  • বুলূগ আল-মারাম মিন আদিল্লাতি আল-আহকাম
  • তাক্বরীব আল-তাহযীব
  • আল-নুকাত আ'লা কিতাবি ইবনে আল-সালাহ্
  • নুযহাত আল-সামিঈ'ন ফী রিওয়ায়াতি আল-সাহাবাহ্ আ'ন আল-তাবিঈ'ন
  • সিলসিলাতু আল-যাহাব
  • আল-ক্বাওল আল-মুসাদ্দাদ ফী আল-যাব্বি আ'ন মুসনাদি আহমাদ
  • আল-দুরার আল-কামিনাহ্ ফী আয়া'নি আল-মিআত আল-ছামিনাহ্
  • তাসদীদ আল-ক্বাওস মুখতাসারু মুসনাদ আল-ফিরদাউস

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Imam Al-Hafiz Ibn Hajar Al-'Asqalani"। ২৩ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৪ 
  2. "USC-MSA Compendium of Muslim Texts"web.archive.org। ২০০৬-০৮-২৯। Archived from the original on ২০০৬-০৮-২৯। সংগ্রহের তারিখ ২০২০-০৪-২১ 
  3. Adamec, Ludwig W. (২০০৯)। Historical dictionary of Islam (২য় সংস্করণ)। Lanham, Md.: Scarecrow Press। আইএসবিএন 978-0-8108-6303-3ওসিএলসি 434040868 
  4. "শিক্ষা পরামর্শ"মাসিক আলকাউসার। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৮ 
  5. আবদাল হাকিম মুরাদ। "Imam Ibn Hajar Al-Asqalani"। ৩ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৪ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • [ معجم المؤلفين ج١٤ ص٣٦٤]

আল্লামা ইবনে হাজার আসকালানীর গ্রন্থসমগ্র সফটওয়্যার