ইবরাহিম ইবনুল মাহদি (আরবি: إبراهيم بن المهدي) (৭৭৯–৮৩৯) ছিলেন একজন আব্বাসীয় যুবরাজ, গায়ক, সুরকার ও কবি। তিনি তৃতীয় আব্বাসীয় খলিফা আল মাহদির পুত্র ছিলেন।[১] আল হাদি ও হারুনুর রশিদ ছিলেন তার সৎভাই। তার মা ছিলেন একজন আফ্রো ইরানি বংশোদ্ভূত রাজকন্যা। ইতিহাসবিদ ইবনে খালিকানের মতে ইবরাহিম ছিলেন কালো বর্ণের।[২]
৮১৭ সালের ২০ জুলাই চতুর্থ ফিতনার সময় বাগদাদের জনতা ইবরাহিমকে খলিফা ঘোষণা করে। তাকে আল মুবারক উপাধি দেয়া হয় এবং আল মামুনের শাসন সমাপ্ত ঘোষণা করা হয়। ইবরাহিম হাশিমিদের কাছ থেকে মিত্রতা লাভ করেন।[৩] ৮১৯ সালে তিনি পদত্যাগ করেন। বাকি জীবন কবি ও সুরকার হিসেবে কাটিয়ে দেন। তাকে তার যুগের সবচেয়ে প্রতিভাবান সুরকার হিসেবে বিবেচনা করা হয়।[১]
এশিয়ান সুরকার বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
এশীয় সঙ্গীতশিল্পী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
মধ্যপ্রাচ্যের রাজকীয় প্রাসাদের একজন সদস্য বিষয়ক এই জীবনীটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |