ইব্রাহিম আল-ফাযারী | |
---|---|
মৃত্যু | ১৬০ হিজরী/৭৭৭ খ্রিস্টাব্দ |
পেশা | গণিতবিদ |
যুগ | ইসলামি সোনালি যুগ |
ইব্রাহিম আল-ফাযারী (৭৭৭ খ্রিস্টাব্দে মৃত্যু) আব্বাসীয় খলিফা আল-মনসুর (৭৫৪-৭৭৫) এর দরবারের একজন অষ্টম শতাব্দীর মুসলিম গণিতবিদ এবং জ্যোতির্বিদ ছিলেন। তাঁর পুত্র মুয়াম্মাদ ইবনে ইব্রাহিম আল ফাজারিও একজন জ্যোতির্বিজ্ঞানের সাথে জড়িত ব্যক্তি ছিলেন। তিনি বিভিন্ন জ্যোতির্বিদ্যা লেখা রচনা করেছেন।
খলিফা তাকে, তাঁর পুত্র এবং ইয়াকুব ইবনে আরিকের কে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের পাঠ্য সিন্ধিন্দ অনুবাদ করতে আদেশ করেছিলেন, যার আনুবাদ বাগদাদে প্রায় ৭৫০ খ্রিস্টাব্দে সমাপ্ত হয়েছিল এবং শিরোনাম ছিল আয-যিজ আলা সিনি আল-আরব । এই অনুবাদটিই সম্ভবত সেই কারণ ছিল যার মাধ্যমে হিন্দু সংখ্যা পদ্ধতি (অর্থাৎ আধুনিক সংখ্যা চিহ্নিতকরণ) ভারত থেকে ইরানে স্থানান্তরিত হয়ে।
অষ্টম শতাব্দীর শেষে, আব্বাসীয় খিলাফতের দরবারে এই মুসলিম ভূগোলবিদ সর্বপ্রথম ঘানার উল্লেখ করেছিলেন, যার মানে "সোনার দেশ"। [১]
Kennedy, Edward Stewart (১৯৫৬)। Islamic Astronomical Tables। American Philosophical Society। আইএসবিএন 9780871694621। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৪।