ইব্রাহিম দেসাই | |
---|---|
ابراهيم ديساي | |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ১৬ জানুয়ারি ১৯৬৩ |
মৃত্যু | ১৫ জুলাই ২০২১ |
ধর্ম | ইসলাম |
নাগরিকত্ব | দক্ষিণ আফ্রিকা |
যুগ | আধুনিক |
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হানাফি |
আন্দোলন | দেওবন্দি |
প্রধান আগ্রহ | ফিকহ |
যেখানের শিক্ষার্থী | জামিয়া ইসলামিয়া তালিমুদ্দিন দাভেল |
যে জন্য পরিচিত | আস্কইমাম.অর্গ |
মুসলিম নেতা | |
এর শিষ্য | মাহমুদ হাসান গাঙ্গুহী[১] |
ইব্রাহিম দেসাই (আরবি: ابراهيم ديساي) ছিলেন ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার হানাফি দেওবন্দি আলেম এবং দক্ষিণ আফ্রিকার প্রধান মুফতি। [২][৩]
তিনি দারুল ইফতা মাহমুদিয়ার অনলাইন ইসলামিক প্রশ্ন-উত্তর তথ্যভাণ্ডার আস্কইমাম.অর্গ পরিচালনা করতেন। পূর্বে তিনি মাদরাসা ইন’আমিয়্যার দারুল ইফতার প্রধান ছিলেন।[৪][৫] এরপর তিনি দারুল উলুম নুমানিয়্যাহ ও হামিদিয়্যার হাদীসের সিনিয়র লেকচারার।[৬] ২০২০ সালের জরিপে তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ জন মুসলিমের মধ্যে স্থান পেয়েছিলেন। [৭]
ওয়াটারওয়াল ইসলামিক ইনস্টিটিউটে (মিয়ার ফার্ম) কোরআনের হেফজ সমাপ্ত করার পরে, দেসাই ভারতের গুজরাটের জামিয়া ইসলামিয়া তালিমুদ্দিনে দারসে নিজামি কোর্স অধ্যয়ন করেছিলেন।
দারসে নিজামীতে অধ্যয়ন শেষ করার পর দেসাই আহমদ কানপুরীর অধীনে দাবেলে ২ বছর ইসলামী আইনের উপর গবেষণা করেন। সেখানে তিনি ফতোয়া জারি করার নীতি শিখেছিলেন। এই কোর্সটি শেষ করার পরে, তিনি দারুল উলূম দেওবন্দের প্রাক্তন গ্র্যান্ড মুফতী ফাতাওয়া মাহমুদিয়ার লেখক মাহমুদ হাসান গাঙ্গুহীর অধীনে ইফতা বিষয়ে আরও এক বছর পড়াশোনা করেন।
২০০৮ সালের মার্চ মাসে তিনি ইসলামিক কাসিম টুয়েট মেমোরিয়াল কলেজের (আইকেটিএমসি) শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তৃতা দেওয়ার জন্য হংকং ভ্রমণ করেছিলেন।[৮] তিনি দারুল উলূম নুমানিয়্যাহ ও দারুল উলূম হামিদিয়্যায় সহীহ বুখারীর শিক্ষক এবং দক্ষিণ আফ্রিকার ডারবানের শেরউডে দারুল ইফতা মাহমুদিয়াহর প্রধান ছিলেন।
দেসাইয়ের ফাতাওয়া পোর্টাল আস্কইমাম.অর্গ কোয়াজুলু নাটাল বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের একাডেমিক অধ্যয়নের বিষয় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। “অনলাইন ফতোয়ায় মহিলাদের যৌন সংস্থার বিতর্কিত উপস্থাপনার বিশ্লেষণ” শিরোনামে ২০১৫ সালে ফারহানা ইসমাইল কর্তৃক এই সাইটটির কেস স্টাডি সম্পন্ন হয়েছে।
দেসাই দুটি বই রচনা করেছেন, "হাদিসের পরিচিতি: হাদিস ও এর বিষয়াবলির একটি সাধারণ পরিচয়" এবং "ইসলামি অর্থনীতির ভূমিকা"।আল-মাহমুদ নামে একটি বইয়ে তার ফতওয়াগুলো সংকলিত হয়েছে। শরিয়াহ কমপ্লায়েন্ট বিজনেস ক্যাম্পেইনে তার আলোচনার আরও একটি সংকলন হ'ল “শরিয়াহ অনুবর্তী ব্যবসায় প্রচারণা”। সমসাময়িক রায়গুলির সর্বশেষ সংকলনটি “সমসাময়িক ফাতাওয়া” নামে ৩ খণ্ডে প্রকাশিত হয়েছে।
|pmid=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)।
|pmid=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। পিএমসি 7144300 |pmc=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)।