ইব্রাহিম নুরাদ্দীন

ইব্রাহিম নুরাদ্দীন (ধীবেহী: ސުލްޠާން އިބްރާހީމް ނުރައްދީން; মৃত্যু: ১৮৯২) ১৮৮১ সালে ১৮৮৬ সালে মালদ্বীপের সুলতান ছিলেন। ৪ বছর ১১ মাস ২৯ দিন পর দ্বিতীয় মুহাম্মদ মুঈনুদ্দীন সিংহাসন গ্রহণ করেন। ১৮৮৮ সালে নূরাদ্দীন দ্বিতীয়বার ক্ষমতায় আসেন এবং ১৮৯২ সালে তিনি মারা না যাওয়া পর্যন্ত সুলতান ছিলেন।

সিডব্লিউ রোসেট যিনি ১৮৮৫ সালে সুলতান ইব্রাহিম নূরাদ্দীনের শাসনামলে মালদ্বীপে গিয়েছিলেন তিনি লিখেছেন যে সিলনে ব্রিটিশরা তাকে জানিয়েছিল যে সুলতান পড়তে বা লিখতে পারেন না। [] তবে ইতিহাসবিদরা দাবি করেন যে বোদ্দুনরা (রাজার উপদেষ্টা) প্রায়ই বিদেশীদের কাছে বৈঠকের উপর নির্ভর করে একজন প্রতারককে উপস্থাপন করতেন। বোদ্দুনরা প্রায়ই রাজার উপর নিয়ন্ত্রণ প্রয়োগ করত।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Maldive Islands-2"www.the-south-asian.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৪