ইভা মারি | |
---|---|
![]() ২০১৬ সালে ইভা মারি | |
জন্ম | নাটালি মারি নেলসন সেপ্টেম্বর ১৯, ১৯৮৪ |
অন্যান্য নাম | নাটালি ইভা মারি |
পেশা | পেশাদারি কুস্তিগির, অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ২০১৩–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | জনাথন কয়েল (বি. ২০১৪) |
রিংয়ে নাম | ইভা মারি |
কথিত উচ্চতা | ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মিটার)[১][২] |
কথিত ওজন | ১২৫ পা (৫৭ কেজি) |
কথিত প্রশিক্ষণকেন্দ্র | কনকর্ড, ক্যালিফোর্নিয়া[১][২] |
প্রশিক্ষক | ডাব্লিউডাব্লিউই পারফরমেন্স সেন্টার[৩] নাটালিয়া[৪] ব্রায়ান কেন্ড্রিক[৫] |
অভিষেক | জুলাই ১, ২০১৩[৬] |
ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট |
নাটালি মারি কয়েল[৭] (জন্ম: সেপ্টেম্বর ১৯, ১৯৮৪), অধিক পরিচিত নাটালি ইভা মারি নামে,[৮] হলেন একজন মার্কিন অভিনেত্রী, ফিটনেস মডেল[২] এবং পেশাদার কুস্তিগির।[৩][৯] তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউইর সাথে সংযুক্ত রয়েছেন, যেখানে তিনি ডাব্লিউডাব্লিউই স্ম্যাকডাউন ব্র্যান্ডে ইভা মারি নামে কুস্তি করেন।
২০১৩ সালে, ইভা ডাব্লিউডাব্লিউইর সাথে সংযুক্ত হন এবং ডাব্লিউডাব্লিউই পারফরমেন্স সেন্টারে প্রশিক্ষণ লাভ করেন।[৩] ২০১৩ সালের জুলাইয়ে, তিনি ডাব্লিউডাব্লিউইতে অভিষেক করেন। ঐ মাসেই তিনি দ্য বেলা টুইন্সের ম্যানেজার হিসেবে নিযুক্ত হন এবং টোটাল ডিভাস নামক টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেন।[১০]
২০১৫ সালের মধ্যভাগে, ইভা ডাব্লিউডাব্লিউই এনএক্সটির নারী বিভাগের হয়ে কুস্তি করেন।[১১] ২০১৬ সালের এপ্রিলে, ইভা পুনরায় প্রধান রোস্টারে চলে আসেন।[১২] সে সময় তিনি আনুষ্ঠানিকভাবে ডাব্লিউডাব্লিউই স্ম্যাকডাউনের সদস্য হন।[১৩]
I am the youngest of three older brothers, so I grew up not only watching WWE, but also jumping off the top of my bunk bed to crossbody my brothers while we pretended to be our favorite wrestlers. I was a huge Ultimate Warrior fan as well as Razor Ramon.
Eva Marie def. Cassie by pinfall with the Sliced Red (Sliced Bread #2).