ইমতিয়াজ আলী | |
---|---|
इम्तियाज़ अली | |
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
নাগরিকত্ব | ভারতীয় |
পেশা | চলচ্চিত্র পরিচালক, লেখক, অভিনেতা |
কর্মজীবন | ২০০৫-বর্তমান |
পরিচিতির কারণ | জাব উই মেট |
উল্লেখযোগ্য কর্ম | রকস্টার হাইওয়ে |
আদি নিবাস | জামশেদপুর |
দাম্পত্য সঙ্গী | প্রীতি আলী[১] |
ইমতিয়াজ আলী (হিন্দি: इम्तियाज़ अली; জন্ম: ১৬ জুন ১৯৭১) হচ্ছেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও অভিনেতা। তিনি নির্মাতা হিশেবে আত্মপ্রকাশ ঘটান ২০০৫ সালে, সোচা না থা চলচ্চিত্রের মাধ্যমে কিন্তু ২০০৭ সালে মুক্তিপাওয়া জাব উই মেট তাকে সাফল্য ও খ্যাতি দুটোই এনে দেয়।[২] তার তৃতীয় চলচ্চিত্র লাভ আজ কাল ২০০৯ ছিল বক্স অফিস ও সমালোচক মহলে সফল।[৩] রকস্টার ২০১১ ছিল তার অন্যতম ব্যবসা সফল চলচ্চিত্র।[৪]
ইমতিয়াজ আলী ১৯৭১ সালে ভারতের জামশেদপুরে জন্মগ্রহণ করেন।[৫] তার পৈতৃক নিবাস বিহারের দারভাঙ্গায়। জন্মসূত্রে মুসলিম এ পরিচালকের বেড়ে ওঠা পাটনা এবং জামশেদপুরে।আলী পাটনার সেন্ট মিচেল'স হাই স্কুল থেকে শিক্ষা জীবন শুরু করেন।পরবর্তিতে মুম্বইয়ের জাবিয়ের ইন্সটিটিউট অব কমিউনিকেশন থেকে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন।[৬][৭][৮] তার স্ত্রীর নাম প্রীতি আলী।
ইমতিয়াজ আলি তার ক্যারিয়ার শুরু করেন জি টিভির কুরুক্ষেত্র এবং স্টার প্লাসের জন্য ইমতেহান নামক অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে। আলীর বলিউড যাত্রা শুরু হয় সোচা না থা চলচ্চিত্রের মধ্য দিয়ে ২০০৫ সালে। ২০০৭ সালে বাস্তবের জুটি কারিনা কাপুর ও শহীদ কাপুরকে নিয়ে নির্মাণ করেন জাব উই মেট যা একই সাথে বক্স অফিস ও সমালোচক মহলে সামান আবেদন রাখে।
বছর | চলচ্চিত্র | পরিচালক | প্রযোজক | চিত্রনাট্যকার | সম্পাদক | টীকা |
---|---|---|---|---|---|---|
২০০৫ | সোচা না থা | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | ||
আহিস্তা আহিস্তা | হ্যাঁ | |||||
২০০৭ | জাব উই মেট | হ্যাঁ | হ্যাঁ | ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ সংলাপ | ||
২০০৯ | লাভ আজ কাল | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | ||
২০১১ | রকসটার | হ্যাঁ | হ্যাঁ | |||
২০১২ | ককটেইল | হ্যাঁ | ||||
২০১৪ | হাইওয়ে | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | সাজিদ নাদিওয়ালার সাথে সহ-প্রযোজনা | |
২০১৫ | তামাশা | হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | সাজিদ নাদিওয়ালার সাথে সহ-প্রযোজনা |