ইমোজেন পুটস | |
---|---|
জন্ম | ইমোজেন গে পুটস ৩ জুন ১৯৮৯ হ্যামারস্মিথ, লন্ডন, ইংল্যান্ড |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৪–বর্তমান |
ইমোজেন গে পুটস[১] (জন্ম ৩রা জুন ১৯৯৩) [২]) একজন ইংরেজ অভিনেত্রী। তিনি প্রাক-অ্যাপোক্যালিপ্টিক হররধর্মী ২৮ উইকস লেটার (২০০৭) চলচ্চিত্রে টিমি, জিমি হ্যান্ড্রিক্সের বায়োপিক জিমি: অল ইজ বাই মাই সাইড (২০১৩) চলচ্চিত্রে লিন্ডা কিথ, পল রেমন্ডের বায়োপিক দ্য লুক অব লাভ (২০১৩) চলচ্চিত্রে ডেবি রেমন্ড এবং নিড ফর স্পিড (২০১৪) চলচ্চিত্রে জুলিয়া ম্যাডন চরিত্রে অভিনয় করেছেন। ২০১৬ সালে তিনি শো টাইম চ্যানেলের ধারাবাহিক রোডিসে কেলি অ্যান চরিত্রে অভিনয় করেছেন।