এই নিবন্ধটির রচনা সংশোধনের প্রয়োজন হতে পারে। কারণ wikifyগত সমস্যা রয়েছে। (মে ২০১৩) |
Yang Kai-Hui | |
---|---|
জন্ম | ৬ নভেম্বর ১৯০১ |
মৃত্যু | ১৪ নভেম্বর ১৯৩০ | (বয়স ২৯)
দাম্পত্য সঙ্গী | মাও সে তুং (১৯২০-১৯৩০) |
সন্তান | মাও এয়্যাং (১৯২২–১৯৫০) মাও এংগং (১৯২৩–২০০৭) মাও এংলং (১৯২৭–১৯৩১) |
ইয়াং কা'ই-হুই (৬ নভেম্বর, ১৯০১ – ১৪ নভেম্বর, ১৯৩০) মাও সে তুং-এর ২য় স্ত্রী। চ্যাংশায় শিক্ষক-প্রশিক্ষণ প্রতিষ্ঠানে মাও সে তুং-এর প্রিয় শিক্ষক ইয়াং চ্যাং-চি'র কন্যা। মাও ইয়াং কা'ই-হুইকে বিপ্লবী চিন্তাধারায় প্রভাবিত করেন এবং ১৯২০ সালে তাদের বিয়ে হয়।
১৯৩০ সালে কুয়োমিনটাঙ বাহিনী তাকে গ্রেফতার করে। কমিউনিস্ট পার্টি ও মাও সে তুং-কে প্রত্যাখান করলে তিনি বাঁচতে পারবেন -- কুয়োমিনটাঙ -এর প্রস্তাব তিনি ঘৃণা সহকারে অস্বীকার করেন। এ বছরই তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয়।