ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ইয়াকুব কামিনস্কি[১] | ||
জন্ম | [২] | ৫ জুন ২০০২||
জন্ম স্থান | রুদা স্লাসকা, পোল্যান্ড | ||
উচ্চতা | ১.৭৯ মিটার[৩] | ||
মাঠে অবস্থান | লেফট উইঙ্গার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ভিএফএল ভলফসবুর্গ | ||
জার্সি নম্বর | ১৬ | ||
যুব পর্যায় | |||
২০১০–২০১৫ | সম্বিয়ার্কি বেতম | ||
২০১৫–২০১৯ | লেখ পজনান | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৯ | লেখ পজনান ২ | ১৭ | (৫) |
২০১৯–২০২২ | লেখ পজনান | ৮৫ | (১৪) |
২০২২– | ভিএফএল ভলফসবুর্গ | ১৩ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৭–২০১৮ | পোল্যান্ড অ১৬ | ১৩ | (৪) |
২০১৮–২০১৯ | পোল্যান্ড অ১৭ | ৮ | (০) |
২০১৯ | পোল্যান্ড অ১৯ | ৭ | (০) |
২০২০– | পোল্যান্ড অ২১ | ১২ | (৩) |
২০২১– | পোল্যান্ড | ৪ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬ নভেম্বর, ২০২২ তারিখ অনুযায়ী সঠিক। |
ইয়াকুব কামিনস্কি (জন্ম: ৫ জুন, ২০০২) হলেন একজন পোলিশ পেশাদার ফুটবলার। তিনি বুন্দেসলিগা ক্লাব ভিএফএল ভলফসবুর্গ এবং পোল্যান্ড জাতীয় দলের হয়ে লেফট-উইঙ্গার হিসেবে খেলেন। [৪][৫]
সম্বিয়ার্কি বেতম- এ যোগ দেওয়ার পর কামিনস্কি ২০১৫ সালে জুনিয়র হিসেবে লেখ পজনানের একাডেমিতে যোগ দেন। [৬] জুনিয়র স্কোয়াড এবং রিজার্ভ টিমের সাথে নিয়মিত খেলার পর ২০১৯ সালের শুরুর দিকে কোচ অ্যাডাম নাওয়াল্কা তাকে প্রথম দলে অন্তর্ভুক্ত করেন। [৭]
২০ সেপ্টেম্বর, ২০১৯-এ জাগিলোনিয়া বিয়ালস্টকের বিরুদ্ধে একস্ট্রাক্লাসে তার অভিষেক হয়[৮] তার প্রথম লিগ গোলটি আসে ৬ জুন, ২০২২-এ, জাগোএম্বিয়ে লুবিনের বিরুদ্ধে। ১৬ সেপ্টেম্বর, ২০২০-এ ইউরোপা লিগের কোয়ালিফাইং রাউন্ডে হ্যামারবি আইএফ- এর বিরুদ্ধে ইউরোপীয় প্রতিযোগিতায় তিনি প্রথম গোল করেন। ২০২১–২২ এর সফল একটি মৌসুমের পর তাকে একস্ট্রাক্লাসার ইং প্লেয়ার অফ দ্য সিজন নির্বাচিত করা হয়েছিল। উল্লেখ্য, ১০০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চ্যাম্পিয়নের খাতায় নাম লেখায় পজনান। [৯]
১০ জানুয়ারি, ২০২২-এ, কামিনস্কি বুন্দেসলিগা ক্লাব ভিএফএল ভলফসবুর্গের সাথে একটি পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করেন। [১০]
৫ সেপ্টেম্বর, ২০২১-এ পোল্যান্ড জাতীয় ফুটবল দলের হয়ে সান মারিনোর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে তার অভিষেক ঘটে। [১১]
ক্লাব | মৌসুম | লীগ | কাপ | ইউরোপ | অন্যান্য | মোট | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বিভাগ | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ||
লেখ পজনান II | ২০১৮–১৯ [১২] | লিগা ৩ | ১১ | ৩ | - | - | - | ১১ | ৩ | |||
২০১৯–২০ [১৩] | লিগা ২ | ৬ | ২ | - | - | - | ৬ | ২ | ||||
মোট | ১৭ | ৫ | - | - | - | ১৭ | ৫ | |||||
লেখ পজনান | ২০১৯–২০ [১৩] | একস্ট্রাক্লাস | ২৪ | ৪ | ৪ | ০ | - | - | ২৮ | ৪ | ||
২০২০–২১ [১৪] | একস্ট্রাক্লাস | ২৮ | ১ | 3 | ০ | ৭ | ২ | - | ৩৮ | ৩ | ||
২০২১–২২ [১৫] | একস্ট্রাক্লাস | ৩৩ | ৯ | ৩ | ০ | - | - | ৩৬ | ৯ | |||
মোট | ৮৫ | ১৪ | ১০ | ০ | ৭ | ২ | - | ১০৩ | ১৬ | |||
ভিএফএল ভলফসবুর্গ | ২০২২–২৩ | বুন্দেসলিগা | ১৩ | ০ | ২ | ১ | - | - | ১৫ | ১ | ||
ক্যারিয়ার মোট | ১১৬ | ১৯ | ১২ | ১ | ৭ | ২ | ০ | ০ | ১৩৫ | ২২ |
জাতীয় দল | বছর | ম্যাচ | গোল |
---|---|---|---|
পোল্যান্ড | |||
২০২১ | ১ | ০ | |
২০২২ | ৩ | ১ | |
মোট | ৪ | ১ |
স্কোর এবং ফলাফলের তালিকায় পোল্যান্ডের গোল সংখ্যা প্রথমে।
নং | তারিখ | ভেন্যু | ক্যাপ | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা |
---|---|---|---|---|---|---|---|
১ | ১ জুন, ২০২২ | স্টেডিয়ান রক্লো, রক্লো, পোল্যান্ড | ২ | ![]() |
১–১ | ২–১ | ২০২২–২৩ উয়েফা নেশনস লিগ এ |
লেখ পজনান