![]() | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ১৪ ডিসেম্বর ১৯৮৫ | ||
জন্ম স্থান | ত্রুস্কোলাসি,[১] Poland | ||
উচ্চতা | ১.৭৫ মি (৫ ফু ৯ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ভিএফএল উলফসবুর্গ | ||
জার্সি নম্বর | ১৬ | ||
যুব পর্যায় | |||
১৯৯৩–২০০২ | রাকুভ চেজতোখোভা | ||
২০০২–২০০৩ | গোরনিক জাবজে | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৩–২০০৪ | কেএন চেজতোখোভা | ২৪ | (১১) |
২০০৪–২০০৭ | উইসলা ক্রাকুভ | ৫১ | (৩) |
২০০৭–২০১৬ | বরুসিয়া ডর্টমুন্ড | ১৯৭ | (২৭) |
২০১৫–২০১৬ | → ফিওরেন্তিনা (ধার) | ১৫ | (২) |
২০১৬– | ভিএফএল উলফসবুর্গ | ৩৭ | (১) |
জাতীয় দল‡ | |||
২০০৪–২০০৫ | পোল্যান্ড অনূর্ধ্ব-১৯ | ৮ | (০) |
২০০৫–২০০৬ | পোল্যান্ড অনূর্ধ্ব-২১ | ৩ | (১) |
২০০৬– | পোল্যান্ড | ৯৭ | (১৯) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩ নভেম্বর ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক। |
ইয়াকুব "কুবা" বুয়াশ্চেকভোসস্কি (পোলীয় উচ্চারণ: [ˈjakup ˈkuba bwaʂtʂɨˈkɔfskʲi] (; জন্ম: ১৪ ডিসেম্বর ১৯৮৫) হলেন )পোল্যান্ডের একজন পেশাদার ফুটবলার, যিনি জার্মান ক্লাব ভিএফএল উলফসবুর্গ এবং পোল্যান্ড জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি তরুণ বয়সেই উইসলা ক্রাকুভের হয়ে খেলারর মাধ্যমে ফুটবল জগতে পদার্পণ করেন। তিনি ২০০৭ সালে, জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে যোগদান করেন, যেখানে তিনি তার ক্যারিয়ারের অধিকাংশ অতিবাহিত করেন।
২০১৮ সালের ৪ঠা জুন, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত পোল্যান্ডের ২৩ সদস্যের চূড়ান্ত দলে স্থান পান।[২]
টেমপ্লেট:VfL Wolfsburg squad টেমপ্লেট:Polish Footballer of the Year
![]() ![]() |
পোলীয় ফুটবল সম্পর্কিত জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |