ইয়াকোবুস হেনরিকুস ফান্ট হফ, জুনি. | |
---|---|
![]() ইয়াকোবুস হেনরিকুস ফান্ট হফ | |
জন্ম | রোটারড্যাম, হল্যান্ড | ৩০ আগস্ট ১৮৫২
মৃত্যু | ১ মার্চ ১৯১১ Steglitz near Berlin, German Empire | (বয়স ৫৮)
জাতীয়তা | ডাচ |
মাতৃশিক্ষায়তন | Delft University of Technology University of Leiden University of Bonn University of Paris University of Utrecht |
পরিচিতির কারণ | রাসায়নিক গতিবিদ্যা, Stereochemistry |
পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (১৯০১) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | রসায়ন |
প্রতিষ্ঠানসমূহ | Veterinary College in Utrecht University of Amsterdam University of Berlin |
ডক্টরাল উপদেষ্টা | এডুয়ার্ড মুল্ডার |
ডক্টরেট শিক্ষার্থী | আর্নেস্ট কোহেন |
অন্যান্য উল্লেখযোগ্য শিক্ষার্থী | প্রেডেরিক জি. ডোন্নান |
ইয়াকোবুস হেনরিকুস ফান্ট হফ, জুনি. (৩০ আগস্ট ১৮৫২ – ১ মার্চ ১৯১১) চিলেন একজন ডাচ জৈব রসায়নবিদ এবং রসায়নে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী। তিনি রাসায়নিক গতিবিদ্যা, অভিস্রবণ চাপ প্রভৃতি সংশ্লিষ্ট গবেষণার জন্য বিশেষভাবে পরিচিত।
ফন্ট হফের জন্ম হল্যান্পের রোটার্ডাম শহরে। তার পিতার নাম ইয়াকোবুস হেনরিকুস ফান্ট হফ, সিনি. এবং মাতা আলিদা কল্ফ ফান্ট হফ[১] বাল্যকাল তেকেই তিনি বিজ্ঞান ও প্রকৃতির প্রতি অণুরক্ত ছিলেন।