![]() | ||||
পূর্ণ নাম | ইয়াগিয়েলোনিয়া বিয়াউইস্তক স্পোর্তোভা স্পুকা আকৎসিয়না[১] | |||
---|---|---|---|---|
ডাকনাম | ইয়াগা | |||
প্রতিষ্ঠিত | ৩০ মে ১৯২০ | |||
মাঠ | বিয়াউইস্তক সিটি স্টেডিয়াম | |||
ধারণক্ষমতা | ২২,৩৭২ | |||
সভাপতি | ![]() | |||
ম্যানেজার | ![]() | |||
লিগ | একস্ত্রাকলাসা | |||
২০১৮–১৯ | ৫ম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
|
ইয়াগিয়েলোনিয়া বিয়াউইস্তক স্পোর্তোভা স্পুকা আকৎসিয়না (পোলীয় উচ্চারণ: [jaɡʲɛˈlɔɲa bjaˈwɨstɔk], পোলীয়: Jagiellonia Białystok; এছাড়াও ইয়াগিয়েলোনিয়া বিয়াউইস্তক নামে পরিচিত) হচ্ছে বিয়াউইস্তক ভিত্তিক একটি পোলীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে পোল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ একস্ত্রাকলাসায় খেলে। এই ক্লাবটি ১৯২০ সালের ৩০শে মে তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ইয়াগিয়েলোনিয়া বিয়াউইস্তক তাদের সকল হোম ম্যাচ বিয়াউইস্তকের বিয়াউইস্তক সিটি স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২২,৩৭২। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইভাইলো পেতেভ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন সেজারি কুলেশা। পোলীয় মধ্যমাঠের খেলোয়াড় তারাস রোমানচুক এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, ইয়াগিয়েলোনিয়া বিয়াউইস্তক এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি পোলীয় কাপ, ১টি পোলীয় সুপার কাপ এবং ১টি আই লিগা শিরোপা রয়েছে।
টেমপ্লেট:ইয়াগিয়েলোনিয়া বিয়াউইস্তক টেমপ্লেট:একস্ত্রাকলাসা