![]() ২০১২ সালে আসপাস | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ইয়াগো আসপাস জুনকাল[১] | ||
জন্ম | ১ আগস্ট ১৯৮৭ | ||
জন্ম স্থান | মোয়ানা, স্পেন | ||
উচ্চতা | ১.৭৬ মি (৫ ফু ৯ ইঞ্চি)[২] | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | সেলতা ভিগো | ||
জার্সি নম্বর | ১০ | ||
যুব পর্যায় | |||
মোয়ানা | |||
১৯৯৫–২০০৬ | সেলতা ভিগো | ||
২০০৪–২০০৫ | → রাপিদো বউজাস (ধার) | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৬–২০০৯ | সেলতা বিগো বি | ৮৪ | (১১) |
২০০৮–২০১৩ | সেলতা ভিগো | ১৩৯ | (৪৬) |
২০১৩–২০১৫ | লিভারপুল | ১৪ | (০) |
২০১৪–২০১৫ | → সেভিয়া (ধার) | ১৬ | (২) |
২০১৫– | সেলতা ভিগো | ১০১ | (৫৫) |
জাতীয় দল‡ | |||
২০১৬– | স্পেন | ৮ | (৪) |
২০১৬– | গালিসিয়া | ১ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৯ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
ইয়াগো আসপাস জুনকাল (গালিসীয় উচ্চারণ: [iˈaɣo ˈaspas]; জন্ম: ১ আগস্ট ১৯৮৭) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবলার, যিনি লা লিগা ক্লাব সেলতা ভিগো এবং স্পেন জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
তিনি তার ক্যারিয়ারের অধিকাংশ সময় স্পেনীয় ক্লাব সেলতা ভিগোয় অতিবাহিত করেছেন। তিনি এই ক্লাবের হয়ে সর্বমোট ২৭৯টি ম্যাচ খেলেছেন এবং ১১৭টি গোল করেছেন।[৩] তিনি ২০১২ সালে, সেলতা বিগোর হয়ে খেলার মাধ্যমে লা লিগা অভিষেক করেন। অতঃপর তিনি ২ মৌসুমের জন্য় প্রিমিয়ার লিগ ক্লাব লিভারপুলে যোগদান করেন। ২০১৫ সালে পুনরায় সেলতা বিগোয় যোগদানের পূর্বে তিনি এক মৌসুমের জন্য লা লিগার অন্য আরেক ক্লাব সেভিয়ায় ধারে খেলেছেন।
২০১৬ সালে, স্পেন জাতীয় দলের হয়ে খেলার মাধ্যমে তিনি আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন। তিনি এপর্যন্ত স্পেনের হয়ে ৫-এর অধিক ম্যাচ খেলেছেন।
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল |
---|---|---|---|
স্পেন | ২০১৬ | ১ | ১ |
২০১৭ | ৬ | ২ | |
২০১৮ | ১ | ১ | |
মোট | ৮ | ৪ |
<ref>
ট্যাগ বৈধ নয়; SW
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
<ref>
ট্যাগ বৈধ নয়; ZARRA
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
<ref>
ট্যাগ বৈধ নয়; Month
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি