স্যার ইয়ান উইলমুট | |
---|---|
জন্ম | [১] | ৭ জুলাই ১৯৪৪
জাতীয়তা | ইংরেজ |
মাতৃশিক্ষায়তন | নটিংহ্যাম বিশ্ববিদ্যালয় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | ক্লোনিং ভেড়া |
পুরস্কার | ওবিই, এফআরএস, এফমেডসাই, এফআরএসই, ১৯৯৭ টাইম ম্যান অব দি ইয়ার রানার আপ[২] |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | ভ্রুণতত্ত্ববিদ্যা |
প্রতিষ্ঠানসমূহ | দ্য রোজলিন ইনস্টিটিউট |
অভিসন্দর্ভের শিরোনাম | দ্য প্রিজারভেশন অব বোর সেমেন (১৯৭১) |
ডক্টরাল উপদেষ্টা | ক্রিস্টোফার পোলগ |
স্যার ইয়ান উইলমুট, ওবিই, এফআরএস, এফমেডসাই, এফআরএসই[৩] (ইংরেজি: Ian Wilmut; জন্ম: ৭ জুলাই, ১৯৪৪) ইংরেজ ভ্রুণতত্ত্ব বিজ্ঞানী এবং এডিনবরা বিশ্ববিদ্যালয়ের[৪] স্কটিশ সেন্টার ফর রিজেনারেটিভ মেডিসিন বিভাগের সভাপতি।[৫] তিনি ১৯৯৬ সালে একদল গবেষক নিয়ে প্রথমবারের মতো সোমাটিক সেল দিয়ে পূর্ণাঙ্গ ক্লোন স্তন্যপায়ী ভেড়া ডলি সৃষ্টির প্রধানের দায়িত্ব পালন করেন।[৬][৭][৮][৯]
উইলমুট ওয়ারউইকশায়্যারের হ্যাম্পটন লুসি এলাকায় জন্মগ্রহণ করেন।[১০] লিওনার্দ উইলমুট ছিলেন তার বাবা। গণিতের শিক্ষক হিসেবে লিওনার্দ পঞ্চাশ বছর ডায়াবেটিস রোগে ভোগে অন্ধ হয়ে যান।[১১] নর্থ ইয়র্কশায়্যারের স্কারবরা বয়েজ হাই স্কুলের ছাত্র ছিলেন। সেখানে তার বাবা তাকে পড়াতেন।[১২] নৌবাহিনীতে চাকরি করার প্রবল ইচ্ছে পোষণ করেছিলেন উইলমুট। কিন্তু বর্ণান্ধতাজনিত কারণে তা হয়ে উঠেনি।[১৩] বিদ্যালয়ের ছাত্র হিসেবে সপ্তাহ শেষে খামারে কাজ করতেন। এভাবেই তিনি কৃষি শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।[১২][১৪]
১৯৬৬ সালে উইলমুট ক্রিস্টোফার পোলজের গবেষণাগারে সময় ব্যয় করেন। পরের বছর পিএইচডি ডিগ্রী অর্জনের লক্ষ্যে গবেষণাগারে যোগ দেন। সেখানে ১৯৭১ সালে স্নাতক ডিগ্রী লাভ করেন।[১৫] রোজলিন ইনস্টিটিউটে ভ্রুণতত্ত্বে কাজ করেন।[১২] ১৯৯৮ সালে লর্ড লয়েড অব কিলগেরান পুরস্কারে ভূষিত হন।
১৯৯৯ সালে ভ্রুণ গবেষণার উন্নয়নে অবদান রাখায় তাকে ওবিই পদকে ভূষিত করা হয়।[১৬] ২০০৭ সালের ডিসেম্বর মাসে নতুন বছরের সম্মাননায় ২০০৮ সালে উইলমুটকে নাইট পদক প্রদানের কথা ঘোষণা করা হয়েছিল।[১৭]
এছাড়াও, ১৯৯৭ সালে টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে 'ম্যান অব দি ইয়ার রানার আপ' নির্বাচিত হন উইলমুট।[২]
|doi=10.1038/380064a0
সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।
|doi=10.1126/science.278.5346.2130
সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।
|doi=10.1038/421776a
সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।
|doi=10.1016/S0167-7799(01)01842-X
সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।