ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ইয়ান বেদনারেক[১] | ||
জন্ম | ১২ এপ্রিল ১৯৯৬ | ||
জন্ম স্থান | স্লুপকা, পোল্যান্ড | ||
উচ্চতা | ১.৮৯ মিটার (৬ ফুট ২+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | সাউথহ্যাম্পটন | ||
জার্সি নম্বর | ৩৫ | ||
যুব পর্যায় | |||
–২০১৩ | লেখ পোজনান | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৩–২০১৭ | লেখ পোজনান | ৩১ | (১) |
২০১৫–২০১৭ | → গোরনিক অয়েজনা (ধার) | ১৭ | (০) |
২০১৭– | সাউথহ্যাম্পটন | ৫ | (১) |
জাতীয় দল‡ | |||
২০১০ | পোল্যান্ড অনূর্ধ্ব-১৬ | ১ | (০) |
২০১২–২০১৩ | পোল্যান্ড অনূর্ধ্ব-১৭ | ৮ | (০) |
২০১৩–২০১৪ | পোল্যান্ড অনূর্ধ্ব-১৮ | ৮ | (০) |
২০১৪–২০১৫ | পোল্যান্ড অনূর্ধ্ব-১৯ | ৬ | (০) |
২০১৫–২০১৬ | পোল্যান্ড অনূর্ধ্ব-২০ | ৪ | (০) |
২০১৬– | পোল্যান্ড অনূর্ধ্ব-২১ | ৮ | (০) |
২০১৭– | পোল্যান্ড | ১ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৯ মে ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
ইয়ান বেদনারেক (পোলীয়: Jan Kacper Bednarek; জন্ম: ১২ এপ্রিল ১৯৯৬) হলেন পোল্যান্ডের একজন পেশাদার ফুটবলার, যিনি ইংরেজ ক্লাব ক্লাব সাউথহ্যাম্পটন ফুটবল ক্লাব এবং পোল্যান্ড জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৮ সালের ৪ঠা জুন, তিনি রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত পোল্যান্ডের ২৩ সদস্যের চূড়ান্ত দলে স্থান পান।[২]
পোলীয় ফুটবল সম্পর্কিত জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |