ইয়ানিক ফেরেইরা কারাস্কো

ইয়ানিক কারাস্কো
২০১৬ সালে কারাস্কো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ইয়ানিক ফেরেইরা কারাস্কো
জন্ম (1993-09-04) ৪ সেপ্টেম্বর ১৯৯৩ (বয়স ৩১)
জন্ম স্থান বিলবোর্দে, বেলজিয়াম
উচ্চতা ১.৮১ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)
মাঠে অবস্থান উইঙ্গার
ক্লাবের তথ্য
বর্তমান দল
দালিয়ান ফাং
জার্সি নম্বর ১০
যুব পর্যায়
১৯৯৯–২০০১ স্তাদে এভেরোয়া
২০০১–২০০৫ দিহেম স্পোর্ট
২০০৫–২০১০ শেঙ্ক
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১০–২০১২ মোনাকো বি ৩০ (১০)
২০১২–২০১৫ মোনাকো ৮১ (১৫)
২০১৫–২০১৮ আতলেতিকো মাদ্রিদ ৮১ (১৭)
২০১৮– দালিয়ান ফাং (১)
জাতীয় দল
২০০৮ বেলজিয়াম অনূর্ধ্ব-১৫ (০)
২০১০ বেলজিয়াম অনূর্ধ্ব-১৭ (০)
২০১০–২০১১ বেলজিয়াম অনূর্ধ্ব-১৮ (১)
২০১১–২০১২ বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ ১২ (৩)
২০১৩–২০১৪ বেলজিয়াম অনূর্ধ্ব-২১ ১১ (১)
২০১৫– বেলজিয়াম ২২ (৫)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ৭ অক্টোবর ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

ইয়ানিক ফেরেইরা কারাস্কো (স্পেনীয় উচ্চারণ: [kaˈrasko]; জন্ম: ৪ সেপ্টেম্বর ১৯৯৩) হলে বেলজিয়ামের একজন পেশাদার ফুটবলার, যিনি চাইনিজ লিগের ক্লাব দালিয়ান ফাং এবং বেলজিয়াম জাতীয় দলের হয়ে একজন উইঙ্গার হিসেবে খেলেন।

তিনি মোনাকোয় খেলার মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন, যেখানে তিনি ১০৫টি ম্যাচে সর্বমোট ২০টি গোল করেছেন। তিনি উক্ত ক্লাবের সাথে তার প্রথম মৌসুমে লিগ ২ ট্রফি জয়লাভ করেছেন এবং দ্বিতীয় মৌসুমের রানার-আপ হয়েছেন। ২০১৫ সালে, তিনি লা লিগার ক্লাব আতলেতিকো মাদ্রিদে ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগদান করেন। তিনি ২০১৫–১৬ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করেন, যেখানে তার দল রানার-আপ হয়েছিল।

কারাস্কো ২০১৫ সালের মার্চ মাসে, বেলজিয়াম জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন, এবং ২০১৬ উয়েফা ইউরোয় খেলার জন্য ডাক পান।

ক্যারিয়ার পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
৭ অক্টোবর ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।[]
বেলজিয়াম
সাল উপস্থিতি গোল
২০১৫
২০১৬ ১১
২০১৭
সর্বমোট ২২

আন্তর্জাতিক গোল

[সম্পাদনা]
স্কোর এবং ফলাফলের কলামে বেলজিয়ামের গোল সংখ্যা আগ্রে উল্লেখ করা হয়েছে।
# তারিখ ভেন্যু প্রতিপক্ষ স্কোর ফলাফল প্রতিযোগিতা
১. ২৬ জুন ২০১৬ স্টেডিয়াম মুনিসিপাল, তুলুজ, ফ্রান্স  হাঙ্গেরি
–০
৪–০
২০১৬ উয়েফা ইউরো
২. ৬ সেপ্টেম্বর ২০১৬ জিএসপি স্টেডিয়াম, নিকোসিয়া, সাইপ্রাস  সাইপ্রাস
–০
৩–০
২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
৩. ৯ নভেম্বর ২০১৬ আমস্টারডাম এরিনা, আমস্টারডাম, নেদারল্যান্ড  নেদারল্যান্ডস
–১
১–১
প্রীতি ম্যাচ
৪. ১৪ নভেম্বর ২০১৬ কিং বদুইন স্টেডিয়াম, ব্রাসেল্‌স, বেলজিয়াম  এস্তোনিয়া
–১
৮–১
২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
৫. ৭ অক্টোবর ২০১৭ স্টেডিয়ন গ্রবাভিকা, সারায়েভো, বসনিয়া ও হার্জেগোভিনা  বসনিয়া ও হার্জেগোভিনা
–৩
৪–৩

সম্মাননা

[সম্পাদনা]
মোনাকো

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Yannick Ferreira Carrasco"। European Football। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৬ 
  2. "Ligue 1 – Monaco promoted to top flight after late winner"। Yahoo Sport। ১১ মে ২০১৩। ২৪ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১৩ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]