ইয়ান্ত্রা উল্কি

sak yant gow yord

ইয়ান্ত্রা উল্কি (থাই: สักยันต์ ''sak yan'')[] বা স্যাক ইয়ান্ত হচ্ছে কম্বোডিয়াথাইল্যান্ডসহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে প্রচলিত বিলুপ্তপ্রায় একপ্রকার উল্কির অনুশীলন।

সাধারণত বৌদ্ধ সন্ন্যাসীরা ব্রাহ্‌মিন প্রেরিত পুরুষরা এধরনের উল্কি ব্যবহার করেন। ইয়ান্ত্রা উল্কির জন্য বর্তমানে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মন্দিরটি হচ্ছে থাইল্যান্ডের নাকোন প্যাথম প্রদেশের ওয়াট ব্যাং ফ্রা। বিভিন্ন দলিলে দেখা যায়, অ্যাঙ্গর সময় থেকে এই উল্কির চল হয়ে আসছে।[] গুরুরা ধ্যানের মাধ্যমে এই উল্কির নকশাগুলো লাভ করেন বলে প্রচলিত আছে।

এই উল্কিতে নকশা করতে পালিখ্‌মের লিপি ব্যবহৃত হয়।

সহায়ক চিত্র

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "สัก Cambodia ยันต์"thai-language.com। সংগ্রহের তারিখ ২০১৫-০২-০৫ 
  2. The efficacies of trance-possession ritual performances in contemporary Thai Theravada Buddhism। ইংল্যান্ড: এক্সেটার বিশ্ববিদ্যালয়। জানুয়ারি ২০১৩। পৃষ্ঠা ৩৩৫।  line feed character in |শিরোনাম= at position 57 (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]