![]() | এই নিবন্ধটি ইংরেজি উইকি হতে উইকিপিডিয়া এশীয় মাস-২০১৮ উপলক্ষে তৈরী করা হলো, যেটিকে নির্দিষ্ট সময়ের মধ্যেই নিবন্ধকার কর্তৃক মানোন্নয়ন ও সম্প্রসারণ করা হবে; আপনার যেকোন প্রয়োজনে এই নিবন্ধের আলাপ পাতাটি ব্যবহার করুন।
আপনার আগ্রহের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। |
ইয়ামড্রক হ্রদ | |
---|---|
![]() গাম্পা পাস হতে গৃহীত ছবি (লাসা এবং গিয়ান্তসে শহরের মধ্যবর্তী সড়ক হতে) | |
স্থানাঙ্ক | ২৮°৫৬′ উত্তর ৯০°৪১′ পূর্ব / ২৮.৯৩৩° উত্তর ৯০.৬৮৩° পূর্ব |
ধরন | স্বাদু পানির প্রাকৃতিক হ্রদ |
অববাহিকার দেশসমূহ | চীন |
সর্বাধিক দৈর্ঘ্য | ৭২ কিমি (৪৫ মা) |
পৃষ্ঠতল অঞ্চল | ৬৩৮ কিমি২ (২৪৬ মা২) |
পৃষ্ঠতলীয় উচ্চতা | ৪,৪৪১ মি (১৪,৫৭০ ফু) |
ইয়ামড্রক হ্রদ (তিব্বতি: ཡར་འབྲོག་གཡུ་མཚོ་, ওয়াইলি: yar-'drog. G’yu-mtsho, ZYPY: Yamzhog Yumco; চীনা: 羊卓雍錯; ফিনিন: Yángzhuō Yōngcuò) হলো তিব্বতের একটি স্বাদু পানির হ্রদ। এটি তিব্বতের বৃহত তিনটি পবিত্র হ্রদের একটি।[২] এই লেকটির দৈর্ঘ্য ৭২ কিমি (৪৫ মা)-এরও অধিক। হ্রদটি অনেকগুলো তুষারআবৃত পর্বত দ্বারা বেষ্টিত এবং অনেকগুলো ছোট ছোট প্রবাহ ধারা এতে এসে মিলিত হয়েছে। হ্রদটির পশ্চিমের শেষ প্রান্তে একটি জলপ্রবাহ রয়েছে এবং এটি এর রঙের কারণে এটিকে ইংরেজিতে ফিরোজ বলে অবিহিত করা হয়।[৩] ইয়ামড্রক হ্রদ হতে তিব্বতী শহর গিয়ান্তসে ৯০ কিলোমিটার পশ্চিমে এবং তিব্বতের রাজধানী লাসা ১০০ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত। স্থানীয় পৌরাণিক কাহিনী অনুসারে, ইয়ামড্রক ইউমৎসো হ্রদ আসলে একজন দেবীর রূপান্তরিত রূপ।
হ্রদের পশ্চিম প্রান্তের ছোট গ্রাম বাইদীতে ইয়ামড্রক জলবিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করা হয় এবং ১৯৯৬ সাল হতে এতে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়। এটি তিব্বতের সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র।[৪]
হ্রদটি পাখা-আকৃতির এবং এর দক্ষিণাংশ বিস্তৃত হলেও উত্তরাংশ ক্রমান্বয়ে সংকীর্ণ হয়েছে। এর মোট এলাকায় আয়তন ৬৩৮ বর্গ কিলোমিটার এবং এটির গড় গভীরতা ৩০ মিটার ও গভীরতম স্থানে ৬০ মিটার। পার্বত্য এলাকায় অবস্থিত এই হ্রদটিতে বেশ কয়েকটি উপবৃত্তীয় জলাধার এবং অন্তঃসলিলা রয়েছে। শীতকারে হ্রদটি জমাটবদ্ধ বরফে পরিণত হয়।
ইয়ামড্রক হ্রদ এলাকার জলবায়ু মৃদু শুষ্ক যেখানে দীর্ঘস্থায়ী ঠান্ডা ও অতি শুষ্ক শীতকাল এবং স্বল্পস্থায়ী শীতল ও সিক্ত গ্রীষ্মকাল বিরাজমান। এখানে কিছুটা আলপাইন অঞ্চলে দৃষ্ট তুন্দ্রা জলবায়ুর এবং উপ-মেরুবৃত্তীয় অঞ্চলের জলবায়ুর প্রভাবও পরিলক্ষিত হয়। দিন এবং রাতের আবহাওয়াগত পার্থক্য খুব বেশি।
ইয়ামড্রক হ্রদ-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মাস | জানু | ফেব্রু | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টে | অক্টো | নভে | ডিসে | বছর |
সর্বোচ্চ গড় °সে (°ফা) | ১.৯ (৩৫.৪) |
৩.৪ (৩৮.১) |
৫.৮ (৪২.৪) |
৯.৫ (৪৯.১) |
১৩.১ (৫৫.৬) |
১৬.৬ (৬১.৯) |
১৬.১ (৬১.০) |
১৫.২ (৫৯.৪) |
১৩.৯ (৫৭.০) |
১০.২ (৫০.৪) |
৬.১ (৪৩.০) |
৩.৩ (৩৭.৯) |
৯.৬ (৪৯.৩) |
দৈনিক গড় °সে (°ফা) | −৭.৪ (১৮.৭) |
−৫.২ (২২.৬) |
−২.০ (২৮.৪) |
২.১ (৩৫.৮) |
৬.২ (৪৩.২) |
১০.৩ (৫০.৫) |
১০.৬ (৫১.১) |
৯.৮ (৪৯.৬) |
৮.১ (৪৬.৬) |
২.৮ (৩৭.০) |
−২.৬ (২৭.৩) |
−৬.০ (২১.২) |
২.২ (৩৬.০) |
সর্বনিম্ন গড় °সে (°ফা) | −১৬.৭ (১.৯) |
−১৩.৮ (৭.২) |
−৯.৮ (১৪.৪) |
−৫.২ (২২.৬) |
−০.৭ (৩০.৭) |
৪.০ (৩৯.২) |
৫.১ (৪১.২) |
৪.৫ (৪০.১) |
২.৩ (৩৬.১) |
−৪.৬ (২৩.৭) |
−১১.৩ (১১.৭) |
−১৫.৩ (৪.৫) |
−৫.১ (২২.৮) |
অধঃক্ষেপণের গড় মিমি (ইঞ্চি) | ০ (০) |
০ (০) |
২ (০.১) |
৪ (০.২) |
১২ (০.৫) |
৩৯ (১.৫) |
৮২ (৩.২) |
৮৩ (৩.৩) |
৩৭ (১.৫) |
৭ (০.৩) |
১ (০.০) |
০ (০) |
২৬৭ (১০.৬) |
উৎস: Climate-Data.org |
পর্বতের ন্যায় হ্রদগুলোকেও তিব্বতী জনগণ পবিত্র বলে গণ্য করে। তাদের ধারণা হচ্ছে যে, এই হ্রদগুলো তাদের রক্ষাকারী দেবতার আবাসস্থল এবং এখানে তাই সেই দেবতাগণ বিশেষ আধ্যাত্মিক শক্তির সঞ্চয় ঘটিয়েছে। ইয়ামড্রক হ্রদটি চার বিশেষ পবিত্র হ্রদের একটি বলে মান্য করা হয়; দালাই লামা থেকে শুরু করে স্থানীয় গ্রামবাসী - সকলেই সেখানে তীর্থযাত্রা করে থাকেন।
ইয়ামড্রক হ্রদটি মৎস সম্পদে সমৃদ্ধ এবং এখান হতে স্থানীয় জনগণ বাণিজ্যিকভাবে মৎস আহরণ করে থাকে। এই হ্রদ হতে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ধৃত মাছ তিব্বতের রাজধানী লাসার বাজারে বিক্রি করা হয়।
উপরন্তু, হ্রদের তীরবর্তী এলাকা স্থানীয় অধিবাসীদের গবাদি পশুর সমৃদ্ধ চারণভূমি হিসাবে ব্যবহৃত হয়।