ইয়াসার বুয়ুকানিত | |
---|---|
২৫তম তুর্কির চিফ অফ জেনারেল স্টাফ | |
কাজের মেয়াদ ২৮শে আগস্ট ২০০৬ – ২৮শে আগস্ট ২০০৮ | |
রাষ্ট্রপতি | আহমেট নেসদেট সেজার আবদুল্লাহ গুল |
পূর্বসূরী | হিলমি অজকক |
উত্তরসূরী | ইলকার বাসবুগ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ইস্তানবুল, তুর্কি | ১ সেপ্টেম্বর ১৯৪০
দাম্পত্য সঙ্গী | ফিলিজ বুয়ুকানিত |
সামরিক পরিষেবা | |
শাখা | টেমপ্লেট:দেশের উপাত্ত তুর্কি |
কাজের মেয়াদ | ১৯৬১–২০০৮ |
পদ | জেনারেল |
জেনারেল মেহমেট ইয়াসার বুয়ুকানিত (জন্ম: ১লা সেপ্টেম্বর ১৯৪০) তুর্কি সশস্ত্র বাহিনীর ২৫তম চিফ অফ জেনারেল স্টাফ। ২৮শে আগস্ট ২০০৬ থেকে ২৮শে আগস্ট ২০০৮ পর্যন্ত তিনি এই বাহিনীর দায়িত্ব পালন করেছেন।
ইয়াসার বুয়ুকানিত ১৯৪০ সালের ১লা সেপ্টেম্বর তুর্কির ইস্তানবুলে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৯ সালে এরজিনকান মিলিটারি হাই স্কুলে ভর্তি হন।[১] তিনি কারা হার্প অকুলু থেকে ১৯৬১ সালে পদাতিক কর্মকর্তা হিসেবে স্নাতক সম্পন্ন করেন। ১৯৬৩ সালে ইনফ্যান্ট্রি স্কুল থেকে স্নাতক সম্পন্ন করে তিনি ১৯৭০ সাল পর্যন্ত তুর্কি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে প্লাটুন ও কমান্ডো কোম্পানির কমান্ডার পদে দায়িত্ব পালন করেন।[২]