ইয়াসি প্রেসম্যান | |
---|---|
![]() Yassi Pressman at the 2018 PMPC Star Awards for Television | |
জন্ম | Yasmin Isabel Yasto Pressman ১১ মে ১৯৯৫ |
জাতীয়তা | Filipino, British |
পেশা | Actress, model, dancer, singer, VJ, host |
কর্মজীবন | 2001–present |
প্রতিনিধি |
|
উচ্চতা | 5 ft 4 in |
পিতা-মাতা |
|
সঙ্গীত কর্মজীবন | |
ধরন |
|
লেবেল | Viva Records |
ইয়াসমিন ইসাবেল "ইয়াসি" ইয়াস্তো প্রেসম্যান (জন্ম ১১ মে ১৯৯৫)[২] একজন ফিলিপিনো-ব্রিটিশ মডেল, অভিনেত্রী, টেলিভিশন ব্যক্তিত্ব, গায়ক এবং নৃত্যশিল্পী। তিনি ইতিমধ্যেই একজন পাওয়ার ড্যান্সার ও নেগেটিভ চরিত্রের ভূমিকার কর্মজীবনে বিরতি দিয়েছেন। এরপর ৫ বছর ধরে হিট এফপিজে-এর অ্যাং প্রোবিন্সিয়ানোতে আলিয়ানা আরেভালো চরিত্রে অভিনয় করার করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
প্রেসম্যান ব্রিটিশ হংকং-এ জন্মগ্রহণ করেন, একজন ব্রিটিশ পিতা এবং একজন ফিলিপিনো মা ইসাবেলার কাছে। তার দ্বিতীয় নাম, ইসাবেল। প্রেসম্যানের চার বোন রয়েছে: অ্যাবি, কারা, সিওভান এবং ইসা।[২]