ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ইয়াসিন আরাফাত | ||
জন্ম | ৫ জানুয়ারি ২০০৩ | ||
জন্ম স্থান | নারায়ণগঞ্জ, বাংলাদেশ | ||
উচ্চতা | ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বসুন্ধরা কিংস | ||
জার্সি নম্বর | ২ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৭–২০১৮ | কদমতলা সংসদ | ||
২০১৯–২০২১ | সাইফ | ৫২ | (৪) |
২০২২– | বসুন্ধরা কিংস | ১৮ | (১) |
জাতীয় দল‡ | |||
২০১৭–২০১৮ | বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ | ৬ | (১) |
২০১৮– | বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ | ৯ | (৩) |
২০১৯– | বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ | ১ | (০) |
২০১৯– | বাংলাদেশ | ১৮ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৫:৩৪, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৫:৩৪, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ইয়াসিন আরাফাত (জন্ম: ৫ জানুয়ারি ২০০৩) হলেন একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন। তিনি ফুটবল মাঠে আক্রমণাত্মক মানসিকতা এবং দক্ষতার জন্য পরিচিত।
২০১৭–১৮ মৌসুমে, বাংলাদেশী ক্লাব কদমতলা সংসদের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; কদমতলা সংসদের হয়ে এক মৌসুম অতিবাহিত করার পর ২০১৯–২০ মৌসুমে তিনি সাইফে যোগদান করেছিলেন, যেখানে তিনি ৫২ ম্যাচে ৪টি গোল করেছিলেন। ২০২১–২২ মৌসুমে, তিনি সাইফ হতে বাংলাদেশী ক্লাব বসুন্ধরা কিংসে যোগদান করেছেন।
২০১৭ সালে, ইয়াসিন বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের হয়ে বাংলাদেশের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন, যেখানে তিনি ৬ ম্যাচে মাত্র ১টি গোল করেছিলেন। প্রায় ২ বছর যাবত বাংলাদেশের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, ২০১৯ সালে, বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বাংলাদেশের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৮ ম্যাচে ১টি গোল করেছেন।
২০১৭ সালে ইয়াসিন ঢাকা তৃতীয় বিভাগের ফুটবল লিগে কদমতলা সংসদের হয়ে খেলার মাধ্যমে তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেন। তার অসাধারণ খেলা এবং সম্ভাবনা তাকে শীর্ষ স্তরের ফুটবল ক্লাব সাইফের দৃষ্টি আকর্ষণ করে।
২০১৮–১৯ মৌসুমে ইয়াসিন সাইফের সাথে চুক্তি স্বাক্ষর করার মাধ্যমে শীর্ষ স্তরের ফুটবল লিগে প্রবেশ করেন। ২০১৯ সালের ১৯শে জানুয়ারি তারিখে, তিনি রহমতগঞ্জের বিরুদ্ধে ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অভিষেক করেন।[১] উক্ত ম্যাচে সাইফের ২–১ গোলে জয়ের ম্যাচে তিনি একটি অ্যাসিস্ট করেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার প্রথম মৌসুমে তিনি ২৩ ম্যাচে ৪টি অ্যাসিস্ট করেছেন।
২০২০ সালের ১৭ই ফেব্রুয়ারি তারিখে, ঢাকা মোহামেডানের বিরুদ্ধে ম্যাচের জয়সূচক গোলটি করার মাধ্যমে ইয়াসিন সাইফের হয়ে তার প্রথম গোলটি করেন।[২] এর ২৫ দিন পর ১২ই মার্চ তারিখে, আরামবাগে বিরুদ্ধে ম্যাচের প্রথম গোলটি করেন ইয়াসিন।[৩] কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে স্থগিত হওয়া ২০১৯–২০ মৌসুমে ইয়াসিন ৬ ম্যাচে ২টি গোল করেছেন। ২০১৯ সালে, সাইফ ইয়াসিন আরাফাতের রিলিজ ক্লজ ১ কোটি টাকা নির্ধারণ করে, যার ফলে তিনি রিলিজ ক্লজধারী বাংলাদেশী খেলোয়াড়ে পরিণত হন।[৪]
২০১৯ সালের ৩রা অক্টোবর তারিখে, মাত্র ১৬ বছর ৮ মাস বয়সে, ইয়াসিন ভুটানের বিরুদ্ধে ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছেন।[৫] উক্ত ম্যাচের ৮৬তম মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় মোহাম্মদ রহমত মিয়ার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেন; ম্যাচে তিনি একজন বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন। উক্ত ম্যাচে ইয়াসিন ২৫ নম্বর জার্সি পরিধান করেছিলেন। ম্যাচটি বাংলাদেশ ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। জাতীয় দলের হয়ে অভিষেকের ২ বছর ও ১ দিন পর, বাংলাদেশের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[৬][৭] ২০২১ সালের ৪ঠা অক্টোবর তারিখে, ভারতের বিরুদ্ধে ম্যাচের ৭৪তম মিনিটে রাকিব হোসেনের অ্যাসিস্ট হতে বাংলাদেশের হয়ে গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[৮]
ক্লাব | মৌসুম | লিগ | কাপ | মহাদেশীয় | অন্যান্য | মোট | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বিভাগ | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ম্যাচ | গোল | ||
সাইফ স্পোর্টিং ক্লাব | ২০১৮–১৯ | বাংলাদেশ প্রিমিয়ার লিগ | ২৩ | ০ | – | – | – | ২৩ | ০ | |||
২০১৯–২০ | ৬ | ২ | ৩ | ১ | – | – | ৯ | ৩ | ||||
২০২০–২১ | ২৩ | ২ | ৬ | ২ | – | – | ২৯ | ৪ | ||||
মোট | ৫২ | ৪ | ৯ | ৩ | – | – | ৫১ | ৭ | ||||
বসুন্ধরা কিংস | ২০২১–২২ | বাংলাদেশ প্রিমিয়ার লিগ | ১৮ | ১ | ০ | ০ | ৩ | ০ | – | ২১ | ১ | |
সর্বমোট | ৭০ | ৫ | ৯ | ৩ | ৩ | ০ | – | ৮২ | ৮ |
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
বাংলাদেশ | ২০১৯ | ১ | ০ |
২০২১ | ১১ | ১ | |
২০২২ | ৬ | ০ | |
মোট | ১৮ | ১ |
গোল | তারিখ | মাঠ | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা | সূত্র |
---|---|---|---|---|---|---|---|
১ | ২৭ আগস্ট ২০১৭ | এএনএফএ কমপ্লেক্স, নেপাল | ভুটান অনূর্ধ্ব-১৫ | ৭–০ | ৮–০ | ২০১৭ সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ |
গোল | তারিখ | মাঠ | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা | সূত্র |
---|---|---|---|---|---|---|---|
১ | ২৯ সেপ্টেম্বর ২০১৯ | হালচোক স্টেডিয়াম, নেপাল | ভারত অনূর্ধ্ব-১৮ | ১–১ | ১–২ | ২০১৯ সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ | |
২ | ৮ নভেম্বর ২০১৯ | খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়াম, কাতার | জর্ডান অনূর্ধ্ব-১৯ | ১–১ | ১–১ | ২০২০ এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব | |
৩ | ১০ নভেম্বর ২০১৮ | ভুটান অনূর্ধ্ব-১৯ | ১–০ | ১–২ |
গোল | তারিখ | মাঠ | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা | সূত্র |
---|---|---|---|---|---|---|---|
১ | ৪ অক্টোবর ২০২১ | মালদ্বীপ জাতীয় ফুটবল স্টেডিয়াম, মালে, মালদ্বীপ | ভারত | ১–১ | ১–১ | ২০২১ সাফ চ্যাম্পিয়নশিপ | [৬][৮][৯][১০] |