আবু আম্মার ইয়াসির ক্বাদী | |||||||
---|---|---|---|---|---|---|---|
জন্ম | ১৯৭৫ (বয়স ৪৯–৫০)[১] | ||||||
জাতীয়তা | আমেরিকান | ||||||
শিক্ষা | এম.এ. ইসলামী আকিদা বি.এ. ফিকাহ সহযোগী ডিগ্রী আরবি ভাষা মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় পিএইচডি ইসলামী শিক্ষা এম ফিল ইসলামী শিক্ষা ইয়েল বিশ্ববিদ্যালয় বিএসসি রাসায়নিক প্রকৌশল হিউস্টন বিশ্ববিদ্যালয়[২] | ||||||
মাতৃশিক্ষায়তন | মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় ইয়েল বিশ্ববিদ্যালয় হিউস্টন বিশ্ববিদ্যালয়[২] | ||||||
পেশা | প্রশিক্ষক | ||||||
উপাধি | এ্যাকাডেমিক বিষয়ক ডিন আল-মাগরিব ইন্সটিটিউট | ||||||
আন্দোলন | উত্তর-সালাফবাদ[৩] | ||||||
ইউটিউব তথ্য | |||||||
চ্যানেল | |||||||
কার্যকাল | ২০ জুন, ২০০৮–বর্তমান | ||||||
ধারা | ইসলামিক | ||||||
সদস্য | ৫ লাখ ৫০ হাজার | ||||||
মোট ভিউ | ৮৪ মিলিয়ন | ||||||
সহযোগী শিল্পী | Epic Masjid Memphis Islamic Center | ||||||
| |||||||
২৪ জানুয়ারি ২০২২ পর্যন্ত সদস্য এবং মোট ভিউ সংখ্যা হালনাগাদকৃত | |||||||
ওয়েবসাইট | MuslimMatters.org |
ড. আবু আম্মার ইয়াসির ক্বাদি (বা ইয়াসির কাজি) হলেন একজন পাকিস্তানি বংশোদ্ভুত আমেরিকান মুসলিম লেখক এবং পশ্চিমা বিশ্বে বহুল পরিচিত অন্যতম ইসলামিক শিক্ষামুলক প্রতিষ্ঠান, আল-মাগরিব ইন্সটিটিউটের একাডেমিক অ্যাফেয়ার্স বিভাগের ডিন। তিনি ইসলাম ও সমসাময়িক সাম্প্রতিক ইসলামিক বিষয়াবলির উপর উপর বেশ কয়েকটি বই লিখেছেন এবং লেকচার দিয়েছেন।[২] ২০১১ সালে নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনের একটি প্রতিবেদনে ইয়াসির ক্বাদিকে "আমেরিকার ইসলামে একজন অন্যতম শ্রেষ্ঠ প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্ব" হিসেবে উল্লেখ করা হয়।[৫]