ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ২ সেপ্টেম্বর ২০০০ | ||
জন্ম স্থান | আল্কমার, নেদারল্যান্ডস | ||
উচ্চতা | ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | জুয়লে | ||
জার্সি নম্বর | ১৬ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৫:০৪, ২০ জুলাই ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ইয়াস্পার স্খেন্ডেলার (ওলন্দাজ: Jasper Schendelaar; জন্ম: ২ সেপ্টেম্বর ২০০০) হলেন একজন ওলন্দাজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ওলন্দাজ ক্লাব জুয়লের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।
২০১৪ সালে, স্খেন্ডেলার নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৫ দলের হয়ে নেদারল্যান্ডসের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
ইয়াস্পার স্খেন্ডেলার ২০০০ সালের ২রা সেপ্টেম্বর তারিখে নেদারল্যান্ডসের আল্কমারে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
স্খেন্ডেলার নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৫, নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৬, নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৭, নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৮, নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার মাধ্যমে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৪ সালের ১৩ই নভেম্বর তারিখে তিনি প্রীতি ম্যাচে বেলজিয়াম অনূর্ধ্ব-১৫ দলের বিরুদ্ধে ম্যাচে নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[১]
তিনি ২০২৩ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের জন্য ২০২৩ সালের জুন মাসে প্রকাশিত ২৩ সদস্যের নেদারল্যান্ডস অনূর্ধ্ব-২১ দলে স্থান পেয়েছেন।[২][৩]