ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | ইয়ুলিয়ান ব্রান্ট[১] | |||||||||||||||||||||||||
জন্ম | [১] | ২ মে ১৯৯৬|||||||||||||||||||||||||
জন্ম স্থান | ব্রেমেন, জার্মানি | |||||||||||||||||||||||||
উচ্চতা | ১.৮৫ মিটার[১] | |||||||||||||||||||||||||
মাঠে অবস্থান | উইঙ্গার | |||||||||||||||||||||||||
ক্লাবের তথ্য | ||||||||||||||||||||||||||
বর্তমান দল | বায়ের লেভারকুসেন | |||||||||||||||||||||||||
জার্সি নম্বর | ১০ | |||||||||||||||||||||||||
যুব পর্যায় | ||||||||||||||||||||||||||
২০০১–২০০৯ | এসসি বোর্গফেল্ড | |||||||||||||||||||||||||
২০০৯–২০১১ | এফসি ওবেরনেওল্যান্ড | |||||||||||||||||||||||||
২০১১–২০১৩ | ভিএফএল ওল্পসবার্গ | |||||||||||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | ||||||||||||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | |||||||||||||||||||||||
২০১৪ | বায়ার লেভারকুজেন II | ১ | (১) | |||||||||||||||||||||||
২০১৪– | বায়ার লেভারকুজেন | ১১৫ | (২২) | |||||||||||||||||||||||
জাতীয় দল‡ | ||||||||||||||||||||||||||
২০১১ | জার্মানি অনূর্ধ্ব-১৫ | ২ | (২) | |||||||||||||||||||||||
২০১১–২০১২ | জার্মানি অনূর্ধ্ব-১৬ | ৩ | (১) | |||||||||||||||||||||||
২০১২–২০১৩ | জার্মানি অনূর্ধ্ব-১৭ | ১৯ | (৫) | |||||||||||||||||||||||
২০১৩–২০১৪ | জার্মানি অনূর্ধ্ব-১৯ | ১৪ | (২) | |||||||||||||||||||||||
২০১৫ | জার্মানি অনূর্ধ্ব-২০ | ৬ | (২) | |||||||||||||||||||||||
২০১৫– | জার্মানি অনূর্ধ্ব-২১ | ৮ | (১) | |||||||||||||||||||||||
২০১৬ | জার্মানি অলিম্পিকস | ৬ | (০) | |||||||||||||||||||||||
২০১৬– | জার্মানি | ১৩ | (১) | |||||||||||||||||||||||
অর্জন ও সম্মাননা
| ||||||||||||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৭ই ডিসেম্বর ২০১৭ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২২:০০, ১০ই ডিসেম্বর ২০১৭ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ইয়ুলিয়ান ব্রান্ট (জন্ম ২ মে ১৯৯৬) একজন জার্মান পেশাদার ফুটবলার, যিনি একজন উইঙ্গার হিসেবে জার্মান ক্লাব বায়ের লেভারকুসেন-এর হয়ে খেলে থাকেন।[২]
ব্রান্ড, সম্মিলিত ভাবে জার্মানি নাবালক দল সমূহের হয়ে ৫৫টিরও বেশি ম্যাচে উপস্থিত হয়েছেন, যেখানে তিনি জার্মানি অনূর্ধ্ব-১৫ দল থেকে অনূর্ধ্ব-২১ পযন্ত প্রত্যেকটি দলেই খেলেছেন। তিনি ২০১৪ সালে হাঙ্গেরীতে অনুষ্ঠিত ইউয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ-এ অংশগ্রহণকৃত জার্মানি দলের একজন ছিলেন, যেটিতে তারা চ্যাম্পিয়ন হয়েছিল।
২০১৬ সালের ১৭ই মে, ফ্রান্সে আয়োজিত উয়েফা ইউরো ২০১৬-এর জন্য ২৭জন সদস্যের প্রাথমিক জার্মানি দলে ব্রান্ডের নাম ঘোষণা করা হয়। [৩]
তিনি ২০১৬ সালে ব্রাজিলে আয়োজিত ২০১৬ সামার অলিম্পিকস-এ অংশ নেওয়া জার্মানি ফুটবল দলের একজন সদস্য ছিলে, যেখানে জার্মানি রৌপ্য পদক জয় করে।[৪]
ক্লাব | সিজন | লিগ | কাপ | ইউরোপ | সর্বমোট | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
বায়ের লেভারকুসেন | ২০১৩–১৪ | ১২ | ২ | ০ | ০ | ২ | ০ | ১৪ | ২ |
২০১৪–১৫ | ২৫ | ৪ | ৪ | ০ | ৬ | ০ | ৩৫ | ৪ | |
২০১৫–১৬ | ২৯ | ৯ | ৩ | ১ | ১২ | ০ | ৪৪ | ১০ | |
২০১৬–১৭ | ৩২ | ৩ | ০ | ০ | ৮ | ১ | ৪০ | ৪ | |
২০১৭–১৮ | ১৭ | ৪ | ২ | ১ | – | ১৯ | ৫ | ||
সর্বমোট | ১১৫ | ২২ | ৯ | ২ | ২৮ | ১ | ১৫২ | ২৫ | |
খেলোয়াড়ী জীবনে সর্বমোট | ১১৫ | ২২ | ৯ | ২ | ২৮ | ১ | ১৫২ | ২৫ |
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল |
---|---|---|---|
জার্মানি | |||
২০১৬ | ৪ | ০ | |
২০১৭ | ৯ | ১ | |
সর্বমোট | ১৩ | ১ |
No | তারিখ | ভ্যানু | প্রতিপক্ষ | গোলের সংখ্যা | ফলাফল | প্রতিযোগিতা |
---|---|---|---|---|---|---|
১. | ১০ই জুন ২০১৭ | স্টাডিয়ন নুর্নবার্গ, নুরেমবার্গ, জার্মানি | সান মারিনো | 6–0 | ৭–০ | ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাই পর্ব |