এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(ফেব্রুয়ারি ২০২১) |
ইয়েভগেনি রোশাল (রুশ: Евгений Рошал) (জন্ম ১০ই মার্চ, ১৯৭২, চেলিয়াবিন্স্ক, রাশিয়া) একজন রুশ সফটওয়্যার প্রকৌশলী। তিনি মূলত নিচের সফটওয়্যারগুলির নির্মাতা হিসেবে বিখ্যাত:
রোশাল রাশিয়ার দক্ষিণ উরাল সরকারি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স বিভাগ থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন।
রার কম্প্রেশন অ্যালগরিদম আনুষ্ঠানিকভাবে তার বড় ভাই আলেকজান্ডারের মালিকানাধীন,[১] কারণ রোশালের "একই সময়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং কপিরাইট-সম্পর্কিত সমস্যা নিয়ে চিন্তা করার সময় নেই।" [২]
The author and holder of the copyright of the software is Alexander L. Roshal. [...] Neither RAR binary code, WinRAR binary code, UnRAR source or UnRAR binary code may be used or reverse engineered to re-create the RAR compression algorithm, which is proprietary, without written permission.