![]() | |
প্রধান কার্যালয় | এডেন |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৭১[১] |
মালিকানা | ১০০% রাষ্ট্রীয় মালিকানা [২] |
গভর্নর | আহমেদ গালেব আল-মাবাকি |
এর কেন্দ্রীয় ব্যাংক | ইয়েমেন |
মুদ্রা | ইয়েমেনি রিয়াল YER (আইএসও ৪২১৭) |
সঞ্চয় | $১.৮ বিলিয়ন মার্কিন ডলার |
ওয়েবসাইট | cby-ye |
ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংক (আরবি: البنك المركزي اليمني) হল ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটি অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের সদস্য এবং আর্থিক অন্তর্ভুক্তি উন্নয়নের জন্য নীতিমালা তৈরিতে নিয়োজিত।[৩]
উত্তর ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংক ১৯৭১ সালে এবং দক্ষিণ ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংক ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯০ সালের ২২ মে ইয়েমেনের উত্তর ও দক্ষিণাঞ্চল পুনরায় একত্রিত হলে ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংক (উত্তর) "ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংক" এর মূল নাম অনুসারে ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংক (দক্ষিণ) এর সাথে একীভূত হয়।[৪]
কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নির্বাহীকে গভর্নর বলা হয়। প্রতিষ্ঠার পর থেকে নিন্মক্ত গভর্নরবৃন্দ ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেছেন:
নং | গভর্নর | সময়কাল | সূত্র |
---|---|---|---|
১ | আব্দুল আজিজ আব্দুল গনি | ১৯৭১-১৯৭৫ | [৫] |
২ | আবদুল্লাহ আল-সানবানি | ১৯৭৫-১৯৮৫ | [৫][৬] |
৩ | মোহাম্মদ আহমেদ আল-জুনায়েদ | ১৯৮৫-১৯৯৪ | [৭] |
৪ | আলাউয়ি সালেহ আল-সালামি | ১৯৯৪-১৯৯৭ | [৮] |
৫ | আহমেদ আবদুল রহমান আল-সামাভি | ১৯৯৭-২০১০ | [৯] |
৬ | মোহাম্মদ আওয়াদ বিন হুমাম | ২০১০-২০১৬ | [১০] |
৭ | মানসার আল-কোয়াইতি | ২০১৬-২০১৮ | |
৮ | মোহাম্মদ মনসুর জেমাম | ২০১৮-২০১৯ | [১১] |
৯ | হাফেদ মিয়াদ | ২০১৯ | [১২] |
১০ | আহমেদ ওবায়েদ আল ফাদলি | ২০১৯-২০২১ | [১১] |
১১ | আহমেদ বিন আহমেদ গালেব আল-মাবাকি | ২০২১-বর্তমান |