ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | ইয়োজুয়া ওয়াল্টার কিমিশ[১] | |||||||||||||||||||
জন্ম | [২] | ৮ ফেব্রুয়ারি ১৯৯৫|||||||||||||||||||
জন্ম স্থান | রটভেইল, জার্মানি[৩] | |||||||||||||||||||
উচ্চতা | ১.৭৬ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি)[৪] | |||||||||||||||||||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড়[৫][৬] | |||||||||||||||||||
ক্লাবের তথ্য | ||||||||||||||||||||
বর্তমান দল | বায়ার্ন মিউনিখ | |||||||||||||||||||
জার্সি নম্বর | ৩২ | |||||||||||||||||||
যুব পর্যায় | ||||||||||||||||||||
–২০০৭ | ভিএফবি বসিঙেন | |||||||||||||||||||
২০০৭–২০১৩ | ভিএফবি স্টুটগার্ট | |||||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | ||||||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | |||||||||||||||||
২০১৩–২০১৫ | আরবি লাইপৎসিশ | ৫৩ | (৩) | |||||||||||||||||
২০১৫– | বায়ার্ন মিউনিখ | ১৪৬ | (১২) | |||||||||||||||||
জাতীয় দল‡ | ||||||||||||||||||||
২০১১ | জার্মানি অনূর্ধ্ব-১৭ | ২ | (০) | |||||||||||||||||
২০১৩ | জার্মানি অনূর্ধ্ব-১৮ | ৫ | (০) | |||||||||||||||||
২০১৩–২০১৪ | জার্মানি অনূর্ধ্ব-১৯ | ৯ | (১) | |||||||||||||||||
২০১৪–২০১৫ | জার্মানি অনূর্ধ্ব-২১ | ১৪ | (২) | |||||||||||||||||
২০১৬– | জার্মানি | ৪৮ | (৩) | |||||||||||||||||
অর্জন ও সম্মাননা
| ||||||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৩:৪৭, ৫ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৩:৪৭, ৫ জুলাই ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ইয়োজুয়া ওয়াল্টার কিমিশ (জার্মান উচ্চারণ: [ˈjoːzu̯aː ˈkɪmɪç], ইংরেজি: Joshua Kimmich;[৭] জন্ম: ৮ ফেব্রুয়ারি ১৯৯৫; ইয়োজুয়া কিমিশ নামে সুপরিচিত) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখ এবং জার্মানি জাতীয় ফুটবল দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[৮][৯] তিনি মূলত একজন রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
জার্মান ফুটবল ক্লাব ভিএফবি বসিঙেনের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে কিমিশ ফুটবল জগতে প্রবেশ করেন; অতঃপর তিনি ভিএফবি স্টুটগার্টে যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৩–১৪ মৌসুমে, আরবি লাইপৎসিশের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন। লাইপৎসিশে তিনি ২ মৌসুম অতিবাহিত করেছেন; যেখানে তিনি ৫৩ ম্যাচে ৩টি গোল করেছেন। ২০১৫–১৬ মৌসুমে, তিনি ৮.৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আরবি লাইপৎসিশ হতে বায়ার্ন মিউনিখে যোগদান করেছেন।
দলগতভাবে, ঘরোয়া ফুটবলে, কিমিশ এপর্যন্ত ১১টি শিরোপা জয়লাভ করেছেন, যার সবগুলো তিনি বায়ার্ন মিউনিখের হয়ে জয়লাভ করেছেন। অন্যদিকে আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছেন; যার মধ্যে ২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপ অন্যতম।
কিমিশ, জার্মান ক্লাব ভিএফবি স্টাটগার্ট এর হয়ে কিশোর বয়সে ফুটবল খেলেন, পরবর্তীতে ২০১৩ সালের জুলাই মাসে আরেক জার্মান ক্লাব আরবি লেইপজিগ-এ যোগ দেওয়ার আগ পযন্ত। স্টাগার্ট তাকে আবারো কেনার জন্য আরেকটি পন্থা খুজে নেয়।[১০] তিনি একই বছরের ২৮শে সেপ্টেম্বর জার্মানির তৃতীয় বিভাগীয় লিগ থ্রী. লিগা-তে তার ক্লাবের অভিষিক্ত হন, যেখানে তিনি তার দলের হয়ে খেলা ব্রাজিলিয়ান ফুটবলার থিয়াগো রকেনব্যাচ এর পরিবর্তে মাঠে নামেন, সে ম্যাচটিতে তার ক্লাব আরেক জার্মান ক্লাব এসপিভিজিজি আন্টারহ্যাচিং-এর বিপক্ষে ২-২ গোলে ড্র করে। ২০১৩ সালের ৩০শে নভেম্বর, তিনি তার প্রথম পেশাদার গোল করেন, যেখানে তার দল ১.এফসি সারব্রুকেন এর বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে জয় পায়।[১১]
২০১৭ সালের ১৭ই মে, ২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপ এর জন্য, দলের বর্তমান প্রধান কোচ ইওয়াখিম ল্যোভ-এর করা দলের একজন খেলোয়াড়দের মধ্যে একজন ছিলেন। টুর্নামেন্টটিতে তিনি দলের পাচঁটি খেলার সবকয়টিতে তিনি প্রথমার্ধের সেরা এগারোর হয়ে শুরু করেন, যেখানে তিনি দুটি এসিস্ট করেন (দুটি গোল করতে সহায়তা করেন), সেভাবে জার্মানি তাদের ইতিহাসে প্রথম কনফেডারেশন্স কাপের শিরোপা জিতে নেয়।[১২]
কিমিশ নিজেই তার অনুপ্রেরণা হিসেবে জার্মান মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টেইগার-এর নাম নিদৃষ্ট করেন।[১৩]
ক্লাব | সিজন | লিগ | কাপ | মহাদেশীয় | অন্যান্য | সর্বমোট | তথ্যসূত্র | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
লিগ | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | |||
আরবি লেইপজিগ | ২০১৩–১৪ | থ্রী. লিগা | ২৬ | ১ | ০ | ০ | — | ২৬ | ১ | [১৪] | |||
২০১৪–১৫ | ২. বুন্দেসলিগা | ২৭ | ২ | ২ | ০ | ২৯ | ২ | [১৫] | |||||
সর্বমোট | ৫৩ | ২ | ২ | ০ | — | ৫৫ | ৩ | — | |||||
বায়ার্ন মিউনিখ | ২০১৫–১৬ | বুন্দেসলিগা | ২৩ | ০ | ৪ | ০ | ৯ | ০ | ০ | ০ | ৩৬ | ০ | [১৬] |
২০১৬–১৭ | ২৭ | ৬ | ৪ | ০ | ৮ | ৩ | ১ | ০ | ৪০ | ৯ | [১৭][১৮] | ||
২০১৭–১৮ | ১৭ | ১ | ৩ | ০ | ৬ | ২ | ১ | ০ | ২৭ | ৩ | [১৯][২০] | ||
সর্বমোট | ৬৭ | ৭ | ১১ | ০ | ২৩ | ৫ | ২ | ০ | ১০৩ | ১২ | — | ||
খেলোয়াড়ী জীবনে সর্বমোট | ১২০ | ১১ | ১৩ | ০ | ২৩ | ৫ | ২ | ০ | ১৫৮ | ১৫ | — |
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল |
---|---|---|---|
জার্মানি | |||
২০১৬ | ১১ | ১ | |
২০১৭ | ১৪ | ২ | |
সর্বমোট | ২৫ | ৩ |
VfB have secured a re-purchase option for Kimmich at the end of his stint in Leipzig.
<ref>
ট্যাগ বৈধ নয়; WK
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; 2015–16 season
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; Im zweiten Anlauf: Vidal beschert Bayern den ersten Titel
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি