ইয়োট্টা হলো মেট্রিক ব্যবস্থায় সবচেয়ে বড় দশভিত্তিক উপসর্গ। ইয়োট্টা ১০২৪ সংখ্যক মান বা ১০,০০,০০,০০,০০,০০,০০,০০,০০,০০,০০,০০০ বা এক সেপ্টেলিয়ন প্রকাশ করে। এককের পূর্বে Y উপসর্গ দ্বারা ইয়োট্টাকে প্রকাশ করা হয়। প্রাচীন গ্রিক শব্দ অক্টো (ὀκτώ; oktṓ) থেকে এই উপসর্গের নামের উদ্ভব, যার অর্থ "আট", কেননা ইয়োট্টা ১০০০৮ এর সমান। ১৯৯১ সালে এটি আন্তর্জাতিক একক পদ্ধতি কর্তৃক প্রথম দশভিত্তিক উপসর্গ হিসেবে স্বীকৃত হয়।[১]