ইয়োন ফসে | |
---|---|
জন্ম | হগসুন্ড, রোগাল্যান্ড, নরওয়ে | ২৯ সেপ্টেম্বর ১৯৫৯
পেশা | নাট্যকার, লেখক |
জাতীয়তা | নরওয়েজীয় |
শিক্ষা প্রতিষ্ঠান | বারগেন বিশ্ববিদ্যালয় |
উল্লেখযোগ্য পুরস্কার | সাহিত্যে নোবেল পুরস্কার (২০২৩) |
ইয়োন ওলাভ ফসে (জন্ম ২৯ সেপ্টেম্বর ১৯৫৯) একজন নরওয়েজীয় লেখক এবং নাট্যকার। ২০২৩ সালে তাকে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। নরওয়েজীয় নাট্যকারদের মধ্যে হেনরিক ইবসেনের পরেই তার লেখা নাটক সবচেয়ে বেশি অভিনীত হয়েছে। [১]
ইয়োন ফসে নরওয়ের হগসুন্ডে জন্মগ্রহণ করেন। সাত বছর বয়সে একটি গুরুতর দুর্ঘটনা তাকে মৃত্যুর কাছাকাছি নিয়ে গিয়েছিল; এই ভয়ানক অভিজ্ঞতা তার প্রাপ্তবয়স্কের লেখাকেও প্রভাবিত করেছে।[২] তিনি বার্গেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং তুলনামূলক সাহিত্য বিষয়ে পড়াশোনা করেন। পরবর্তীতে সাহিত্যিক হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন। তার প্রথম উপন্যাস, Raudt, svart (লোহিত, কৃষ্ণ), ১৯৮৩ সালে প্রকাশিত হয়।[৩] তার প্রথম নাটক, Og aldri skal vi skiljast (আর আমরা কখনো আলাদা হবোনা) ১৯৯৪ সালে প্রদর্শিত এবং প্রকাশিত হয়েছিল। পরে উপন্যাস, ছোটগল্প, কবিতা, শিশুতোষ বই, প্রবন্ধ এবং নাটক লিখেছেন। তার রচনাগুলো চল্লিশটিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।