ইয়োনস ইয়াকব ব্যার্শেলিয়ুস | |
---|---|
Jöns Jacob Berzelius | |
জন্ম | ২০ আগস্ট ১৭৭৯ ভ্যারাসুন্দা , ওস্টারগোটল্যান্ড, সুইডেন |
মৃত্যু | ৭ আগস্ট ১৮৪৮ (বয়স ৬৮) |
জাতীয়তা | সুয়েডীয় |
মাতৃশিক্ষায়তন | আপসালা বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | আপেক্ষিক পারমাণবিক ভর রাসায়নিক সংকেত অনুঘটন সিলিকন সেলেনিয়াম থোরিয়াম সিরিয়াম |
পুরস্কার | কপলি পদক (১৮৩৬) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | রসায়ন |
প্রতিষ্ঠানসমূহ | কারোলিনস্কা ইনস্টিটিউট |
ডক্টরাল উপদেষ্টা | জোহান আফজেলিয়াস |
ডক্টরেট শিক্ষার্থী | জেমস ফিনলে ওয়ের জনস্টন হেনরিখ রোস |
ব্যারন ইয়োনস ইয়াকব ব্যার্শেলিয়ুস (সুয়েডিয়: [jœns ˈjɑ̌ːkɔb bæˈʂěːlɪɵs];[১] একজন সুয়েডীয় রসায়নবিদ ছিলেন। বার্জেলিয়াস, রবার্ট বয়েল, জন ডাল্টন এবং অ্যান্টনি ল্যাভয়সিয়েকে আধুনিক রসায়নের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়[২]।বার্জেলিয়াস ১৮০৮ সালে রাজকীয় সুয়েডীয় বিজ্ঞান একাডেমি তে সদস্য হন এবং ১৮১৮ সাল থেকে প্রধান কার্যনির্বাহক হিসেবে কাজ করে যান। তিনি সুয়েডীয় রসায়ন এর জনক হিসেবে পরিচিত। তার সম্মানার্থে ২০ আগস্টকে ব্যার্শেলিয়ুস দিবস হিসেবে পালন করা হয়।[৩][৪]
যদিও বার্জেলিয়াস চিকিৎসক হিসেবে তার পেশা শুরু করেন, তার অবদান ছিল তড়িৎ-রসায়ন,রাসায়নিক বন্ধন এবংপরিমানগত রসায়ন এর ক্ষেত্রে।
গ্রন্থাগার সংরক্ষণ সম্পর্কে ইয়োনস ইয়াকব ব্যার্শেলিয়ুস |
By ইয়োনস ইয়াকব ব্যার্শেলিয়ুস |
---|
সাংস্কৃতিক কার্যালয় | ||
---|---|---|
পূর্বসূরী Carl von Rosenstein |
Swedish Academy, Seat No.5 1837-48 |
উত্তরসূরী Johan Erik Rydqvist |