ইয়োনা ডন

ইয়োনা ডন
জন্ম (1991-01-30) ৩০ জানুয়ারি ১৯৯১ (বয়স ৩৩)
উচ্চতা১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
চুলের রংস্বর্ণকেশী
চোখের রংগাঢ় মধু
প্রধান
প্রতিযোগিতা
মিস ওয়ার্ল্ড আর্জেন্টিনা ২০১৪
(বিজেতা)
মিস ওয়ার্ল্ড ২০১৪
(স্থানহীন)
রিনা হিস্পানোআমেরিকানা ২০১৫
(২য় রানার আপ)
মিস ইন্টারন্যাশনাল ২০১৬
(শীর্ষ ১৫)
মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০১৭
(স্থানহীন)

ইয়োনা ডেল কারমেন ডন (জন্ম ৩০ জানুয়ারী, ১৯৯১) একজন আর্জেন্টিনীয় গ্ল্যামার মডেল এবং সুন্দরী প্রতিযোগিতার শিরোনামধারী। তিনি মিস ওয়ার্ল্ড ২০১৪আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছিলেন।[] ইয়োনা ২০১৩ সালের ডিসেম্বরে সেন্ট্রো ডি কনভেনসিওনেস ডি সিটি সেন্টার রোজারিওতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে মিস ওয়ার্ল্ড আর্জেন্টিনা নির্বাচিত হন। তিনি জাপানের টোকিওতে মিস ইন্টারন্যাশনাল ২০১৬ -এ তার দেশের প্রতিনিধিত্ব করেছিলেন, যেখানে তিনি শীর্ষ ১৫-এ স্থান পান। ডন ভিয়েতনামে অনুষ্ঠিত মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০১৭ -এ আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছিলেন। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Yoana Don Marozzi to represent Argentina at Miss World 2014"। news.biharprabha.com। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৪ 
  2. ""History: The santiagueña Yoana Don is Miss World Argentina""। ৩০ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২৪