ইয়োর্গোস ল্যান্থিমোস | |
---|---|
Γιώργος Λάνθιμος | |
![]() অক্টোবর ২০২৩ সালে ইয়োর্গোস | |
জন্ম | |
পেশা | চলচ্চিত্রনির্মাতা |
কর্মজীবন | ১৯৯৫ - বর্তমান |
দাম্পত্য সঙ্গী | আরিয়েন লাবেদ (বি. ২০১৩) |
ইয়োর্গোস ল্যান্থিমোস /ˈlænθɪmoʊs/ ; গ্রিক: Γιώργος Λάνθιμος [১] [ˈʝorɣos ˈlanθimos] ; জন্ম 23 সেপ্টেম্বর ১৯৭৩) একজন গ্রীক চলচ্চিত্র নির্মাতা। তিনি একাধিক আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। এর মধ্যে রয়েছে একটি ব্রিটিশ অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কার, পাশাপাশি পাঁচবার একাডেমি পুরস্কার এবং একবার গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনয়ন।[২]
২০০১ সালে কমেডি মাই বেস্ট ফ্রেন্ড এর মাধ্যমে পরিচালক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করার আগে ইয়োর্গোস পরীক্ষামূলক থিয়েটারে তার কর্মজীবন শুরু করেছিলেন। তিনি মনস্তাত্ত্বিক ড্রামা ফিল্ম ডগটুথ (২০০৯) পরিচালনা করে খ্যাতি অর্জন করেন। এই চলচ্চিত্রটি ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে আঁ সেরতাঁ র্যগার পুরস্কার জিতেছিল । এছাড়াও শ্রেষ্ঠ আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। ল্যানথিমোস ব্ল্যাক কমেডি দ্য লবস্টার (২৯১৫) দিয়ে ইংরেজি ভাষার চলচ্চিত্র নির্মাণে শুরু করে। দ্য লবস্টার শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্যের জন্য একাডেমি পুরস্কার এবং মনস্তাত্ত্বিক থ্রিলার দ্য কিলিং অফ এ সেক্রেড ডিয়ার (২০১৭) এর জন্য মনোনয়ন লাভ করে।
তিনি ব্ল্যাক কমেডি দ্য ফেভারিট (২০১৮) এবং পুওর থিংস (২০২৩), অ্যান্থলজি ফিল্ম কাইন্ডস অফ কাইন্ডনেস (২০২৪) এবং আসন্ন ছবি বুগোনিয়া (২০২৫) এ অভিনেত্রী এমা স্টোন-এর সাথে একত্রে কাজ করেন।। দ্য ফেভারিট অ্যান্ড পুওর থিংস- এর জন্য ল্যান্থিমোস সেরা পরিচালক এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। এছাড়াও তিনি ৮০তম ভেনিস আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পুওর থিংস চলচ্চিত্রটির জন্য গোল্ডেন লায়ন জিতেন।[৩]