ইরফান হাবিব | |
---|---|
জন্ম | |
নাগরিকত্ব | ভারতীয |
মাতৃশিক্ষায়তন | |
পুরস্কার | |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | ইতিহাস |
ডক্টরাল উপদেষ্টা | C.C. Davies |
ইরফান হাবিব একজন কমিউনিস্ট মনোভাব সম্পন্ন ঐতিহাসিক । ভারতীয় মুসলিম পরিবারে জন্ম । পিতা মহম্মদ হাবিব একজন মার্কসবাদী ঐতিহাসিক ছিলেন এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী) সিপিআইএম এর ভাবাদর্শে বিশ্বাসী ছিলেন । ইরফান হাবিবের দাদাজী মহম্মদ নাসিম একজন ধনী ব্যারিস্টার এবং কংগ্রেস দলের সদস্য ছিলেন । ইরফান হাবিবের স্ত্রী সায়েরা হাবিব আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক ছিলেন ।[১]