![]() ২০২১ সালে নাপোলির হয়ে লোসানো | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ইরভিং রদ্রিগো লোসানো বায়েনা[১] | ||
জন্ম | [১] | ৩০ জুলাই ১৯৯৫||
জন্ম স্থান | মেক্সিকো সিটি, মেক্সিকো | ||
উচ্চতা | ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)[২][৩] | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | নাপোলি | ||
জার্সি নম্বর | ১১ | ||
যুব পর্যায় | |||
২০০৬–২০১৪ | পাচুকা | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৪–২০১৭ | পাচুকা | ১২০ | (৩১) |
২০১৭–২০১৯ | পিএসভি এইন্থোভেন | ৬০ | (৩৪) |
২০১৯– | নাপোলি | ১১৭ | (২৩) |
জাতীয় দল‡ | |||
২০১৫ | মেক্সিকো অনূর্ধ্ব-২০ | ৯ | (৬) |
২০১৫–২০১৬ | মেক্সিকো অনূর্ধ্ব-২৩ | ৮ | (১) |
২০১৬– | মেক্সিকো | ৬৪ | (১৭) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫:৩৬, ২৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:৩৬, ২৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ইরভিং রদ্রিগো লোসানো বায়েনা (স্পেনীয়: Hirving Lozano; জন্ম: ৩০ জুলাই ১৯৯৫; ইরভিং লোসানো নামে সুপরিচিত) হলেন একজন মেক্সিকীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব নাপোলি এবং মেক্সিকো জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[৪][৫] তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি ভক্তদের কাছে চাকি ডাকনামে পরিচিত।[৬]
২০১৫ সালে, লোসানো মেক্সিকো অনূর্ধ্ব-২০ দলের হয়ে মেক্সিকোর বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত মেক্সিকোর বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৬ সালে মেক্সিকোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মেক্সিকোর জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬৪ ম্যাচে ১৭টি গোল করেছেন।
ইরভিং রদ্রিগো লোসানো বায়েনা ১৯৯৫ সালের ৩০শে জুলাই তারিখে মেক্সিকোর মেক্সিকো সিটিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
লোসানো মেক্সিকো অনূর্ধ্ব-২০ এবং মেক্সিকো অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে মেক্সিকোর প্রতিনিধিত্ব করেছেন। মেক্সিকোর বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ১৭ ম্যাচে অংশগ্রহণ করে ৭টি গোল এবং দুইটি শিরোপা জয়লাভ করেছেন।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
মেক্সিকো | ২০১৬ | ১২ | ১ |
২০১৭ | ১২ | ৬ | |
২০১৮ | ১০ | ১ | |
২০১৯ | ৫ | ২ | |
২০২০ | ২ | ১ | |
২০২১ | ১২ | ৪ | |
২০২২ | ১০ | ১ | |
২০২৩ | ১ | ১ | |
সর্বমোট | ৬৪ | ১৭ |